শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeCoronavirusCovid 19 থেকে ফিরে আসা একজনের অভিজ্ঞতা - এই ভাইরাল ম্যাসেজের দাবিগুলির...

Covid 19 থেকে ফিরে আসা একজনের অভিজ্ঞতা – এই ভাইরাল ম্যাসেজের দাবিগুলির বাস্তবতা কতখানি? পড়ুন এই প্রতিবেদনে।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

দাবি: ফেসবুক  জুড়ে একটি ম্যাসেজ বর্তনামে বেশ ভাইরাল হয়েছে। ম্যাসেজে একজন করোনা রোগী যিনি সুস্থ হয়ে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন তার কিছু ‘”গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা” স্বরূপ কিছু কিছু পয়েন্ট বলা হয়েছে।  

বিশ্লেষণ: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল  Covid-19 Cororna virus কে নিয়ে  এই ম্যাসেজের বাস্তব রূপটি কতখানি স্পষ্ট  তা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে।  কারণ এই বার্তাটিতে এমন কিছু পয়েন্ট দেওয়া হয়েছে যে গুলি বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে ‘MYTH ‘ বলে চিহ্নিত করেছে।  

  • Myth 1– খুব সাধারণ একটি ব্যাপার- যখন কোনো মানুষের সর্দি কাশি হয় নাক বন্ধ হয়ে যায় ফলে কোনোপ্রকার গন্ধ নেওয়া বা মুখের স্বাদ ভাবও চলে যায়, কিন্তু এর মানে এই নয় যে ব্যক্তিটি করোনায় সংক্রমিত।  
  • Myth 2– ‘প্রতিদিন সকাল ১১টার মধ্যে ১৫ থেকে ২০ মিনিট রোদ পোহানো’- এটিও অন্যতম একটি Myth না ভুল ধারণা। রোদ পোহানো কোনো ভাবেই করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারেনা। গরম বা ঠান্ডা বাতাস বা আবহাওয়া কোনো ভাবেই করোনাকে বিস্তার করতে অথবা পথ রুদ্ধ করতে সহায়ক নয়।  বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে এই ধারণাকে ভুল বলে প্রমাণিত করেছে।  

‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌●Myth‌ ‌3‌ ভিটামিন‌ ‌C‌ ‌ও‌ ‌E‌ ‌ট্যাবলেট‌ ‌-‌ ‌এখনো‌ ‌পর্যন্ত‌ ‌বিশ্বের‌ ‌কোনো‌ ‌দেশ‌ ‌করোনা‌ ‌ভাইরাসের‌ ‌ভ্যাকসিন‌ ‌আবিষ্কার‌ ‌করেনি।‌ ‌ভিটামিন‌ ‌C‌ ‌ও‌ ‌E‌ ‌প্রধানত‌ ‌মানবদেহের‌ ‌রোগপ্রতিরোধ‌ ‌ক্ষমতা‌ ‌বাড়াতে‌ ‌ও‌ ‌ক্ষয়‌ ‌প্রতিরোধক‌ ‌শক্তি‌ ‌বৃদ্ধিতে‌ ‌কাজে‌ ‌লাগে।‌ ‌ভিটামিন‌ ‌C‌ ‌ও‌ ‌E‌ ‌ট্যাবলেট‌ ‌করোনা‌ ‌ভাইরাসকে‌ ‌আটকানোতে‌ ‌কোনো‌ ‌ভূমিকা‌ ‌পালন‌ ‌করে‌ ‌না।‌ ‌এখনো‌ ‌পর্যন্ত‌ ‌এমন‌ ‌কোনো‌ ‌এন্টিডোট‌ ‌বা‌ ‌এন্টিবায়োটিক‌ ‌নেই‌ ‌যা‌ ‌করোনায়‌ ‌কোনো‌ ‌পরিবর্তন‌ ‌আনতে‌ ‌পারে।‌ ‌ ‌ ‌

  • Myth4 করোনা ভাইরাসের দেহের pH এর মান 5.5 থেকে 8.5- করোনা ভাইরাসের আসলে কি জানার জন্য আমরা গুগল সার্চ করি। এখানে PH ব্যালান্সের সম্পর্কে একটু ধারণা দেওয়া হলো। 

Ph ব্যালান্স বা পোটেনশিয়াল অফ হাইড্রোজিন – কোনো দ্রবণে আম্লিক বা ক্ষারীয় মাত্রা কত  তার অনুপাত কে  Ph  ব্যালান্স বলে।  লগরিদিমিক স্কেলে  এর মাপার মান হলো ০-১৪.  কোনো দ্রবনের Ph মাত্রা যদি ০-৭ হয় তাহলে তাকে আম্লিক বলা হবে অর্থাৎ সেই দ্রবণে অম্ল  বা অ্যসিড জাতীয়।  আর এই মাত্রা ১৪ পর্যন্ত হলে সেই দ্রবণটি ক্ষারীয় বলে চিহ্নত হবে। মানবদেহের Ph মাত্রা ৭.৪০. 

এবার এই ভাইরাল ম্যাসেজের অনুযায়ী করোনা ভাইরাসের Ph ব্যালান্স ৫.৫ থেকে ৮.৫।  আর এর চেয়ে বেশি মাত্রার ph ব্যালান্সের ডায়েট চার্ট অনুসরণ করে চললে এই ভাইরাসের ph ব্যালান্সকে ভেঙে দেওয়া যেতে পারে।  

করোনা ভাইরাসের ph মাত্রা কত জানার জন্য আমরা গুগলে সার্চ করলে জানতে পারি এর কোনো ph ব্যালান্সের মাত্রার কোনো প্রমান না হদিস নেই।  আর এর সাথে এটাও বলে রাখা ভালো যে মানবদেহের এই অম্ল ও ক্ষারীয় মাত্রা কোনো ভাবেই কোনো খাবারের দ্বারা খুব কম মাত্রায় বৃদ্ধি হয়।

Newyork Times একটি রিপোর্ট আমরা পাই যেখানে এই ধরণের ম্যাসেজকে ভুল বলে চিহ্নিত করেছে। 

আমাদের শরীরে লিভার এই ph ব্যালান্সের দেখভাল করে কিন্তু করোনা ভাইরাসের সাথে লিভারের কোনো যোগাযোগ নেই। এই কথা অনেক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে।  

করোনা ভাইরাস সম্পর্কিত সব রকম তথ্য বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে দেওয়া আছে। 

আমাদের অনুসন্ধানের দ্বারা আমার প্রমান করতে পেরেছি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ম্যাসেজটির ভ্রান্তি মূলক। ম্যাসেজটির মধ্যে এমন অনেক দাবি করা হয়েছে যা প্রকৃত পক্ষ্যে ভুল ধারণার ফলস্বরূপ।  

ফলাফল: ভ্রান্তি মূলক (misleadig)

ব্যবহৃত টুলস: 

  • Media report
  • WHO

(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। ) 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular