Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
দাবি:
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের একটি ছবি ইদানিং ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে সীমান্তের কাঁটাতারের মধ্যে লেবু-লঙ্কা বাঁধছেন। এই ছবিটার বর্ণনা সূচক লেখা হয়েছে – যখন লাদাখে চীনের সৈনিকদের দ্বারা ভারতের ২০জন বীর জওয়ান প্রাণ হারায়, তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চীনের বিষাক্ত নজর থেকে ভারতকে রক্ষা করার জন্য সীমান্তের তারের মধ্যে মন্ত্রপূতঃ লেবু-লঙ্কা ঝোলাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া এই ছবির কিছু পোস্ট আমরা নিয়েছে দিলাম।
বিশ্লেষণ:
ভারত আর চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হওয়ার পর থেকেও সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহল বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রত্যেকেই চীনের বিরোধিতায় মুখর হয়ে উঠেছে। অন্য দেশের সীমান্ত পেরিয়ে কি করে সেনা ঘাঁটি তৈরী করলো সেই নিয়ে চীনের কড়া সমালোচনায় সবাই ব্যস্ত। বিরোধিতা স্বরূপ শুরু হয়েছে চীনা দ্রব্যের ব্যবহার বন্ধ করার হিড়িক। স্বদেশী আন্দোলনের সময় যেমন বিলেতি জিনিস বয়কট করা হয়েছিল, বর্তমানে গালওয়ান প্রদেশের সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনের থেকে আমদানি করা জিনিস, অ্যাপ ও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে জনগণ।
ইতিমধ্যে ২০জন ভারতের সেনার মৃত্যু হয়েছে চীনা সেনার অতর্কিত আক্রমণের জন্য। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের শক্ত ছবি ভাইরাল হয় যেখানে তাকে সীমান্তের কাঁটাতারের মধ্যে লেবু ও লঙ্কা বাঁধতে দেখা যাচ্ছে , যা সাধারণত আমরা আমাদের বাড়ির দরজায়, গাড়িতে ঝোলাই খারাপ নজর যাতে না পরে। এমন উত্তেজনাময় পরিস্থিতিতে প্রতিরক্ষার দায়িত্বে থাকা মন্ত্রী এই ধরণের কাজ যথেষ্ট সমালোচনার সৃষ্টি করেছে। কিন্তু এই ছবিটি পুরোপুরি জাল। ছবিটিতে ফটোশপ করে এই লেবু-লঙ্কা লাগানো হয়েছে।
Actual Image-
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা National Heraldindia এর একটি লিংক পাই যেখানে রাজনাথ সিংয়ের যুদ্ধ বিমানে লেবু দিয়েপুজো করার কথা লেখা আছে।
বিতর্কিত রাফায়েল যুদ্ধ বিমান ভারতে আসার পর ২০১৯ সালের অক্টোবর মাসে ভারতীয় বিধি মেনে বিমানের পুজো করা হয়। গতবছর বিজয়া দশমীর দিন ফ্রান্স থেকে ভারতে আসে রাফায়েল। এই বিমান নিয়ে কংগ্রেসের সময় থেকে বিতর্কের সূচনা হয়, শেষ পর্যন্ত বিজেপি সরকারের সহায়তার ফলে ভারতে ল্যান্ড করে অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েল। ৯ই অক্টোবর ২০১৯ সালে পুজো করা হয় এই বিমানের। তখন রাজনাথ সিং উপস্থিত ছিলেন এই পুজোয়। সনাতন নিয়ম মেনে পুজো হয়, আঁকা হয় ওম চিহ্ন, নারকেল দিয়ে হয় পুজো ও বিমানের চাকার সামনে লেবু রাখা হয়। যদিও এই কাণ্ডের পর বিরোধী দলের অনেকেই সমালোচনা করেছে বিজেপির এই ‘নাটকের’ .
আমরা কিছু কীওয়ার্ড দিয়ে গুগল খোঁজার পরেই এই ঘটনার সমস্ত খবর ও আসল ছবিটি পাই।
অর্থাৎ ভারত-চীনের সীমান্তে কাঁটাতারের উপর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের লেবু-লঙ্কা বাঁধার আসল ছবিটি ২০১৯ সালের যখন ভারতে রাফায়েল যুদ্ধ বিমানের পুজোর সাথে সম্পর্কিত।
ব্যবহৃত টুলস :
- Google reverse image search
- Youtube search
- Media report
ফলাফল: মিথ্যে ছবি Manipulated Media
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.