শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact CheckFact check: কেরালার খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হাতাহাতির ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো 

Fact check: কেরালার খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হাতাহাতির ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো 

Authors

Sabloo Thomas has worked as a special correspondent with the Deccan Chronicle from 2011 to December 2019. Post-Deccan Chronicle, he freelanced for various websites and worked in the capacity of a translator as well (English to Malayalam and Malayalam to English). He’s also worked with the New Indian Express as a reporter, senior reporter, and principal correspondent. He joined Express in 2001.

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim: কর্নাটকে লুঙ্গি খুলে অন্তর্বাস পরা নেতাকে মারধর করেছে মহিলারা 
Fact:ভিডিওটির সাথে এই দাবিটির কোনো সম্পর্ক নেই, ভিডিওটি কেরালার 

সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপ নম্বরে (9999499044) একটি ভিডিও এসেছে যেখানে দাবি করা হচ্ছে কর্নাটকে লুঙ্গি খুলে অন্তর্বাস পরা নেতাকে মারধর করেছে মহিলারা। ভিডিওতে দেখা যাচ্ছে লুঙ্গি পরা এক ব্যক্তিকে ঘিরে প্রথমে কিছু মহিলারা চিৎকার করতে থাকে। এর কিছুক্ষনের মধ্যেই ওই ব্যক্তির উপর আক্রমণ করে মহিলার দল। 

কেরালার খ্রিস্টান সম্প্রদায়ের image 1

Fact Check / Verification 

কেরালার খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হাতাহাতির ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার সাথে কর্ণাটক বা কর্ণাটকের কোনো নেতার সম্পর্ক নেই। দাবির সত্যতা যাচাই করতে, আমরা ইনভিড টুলের সাহায্যে ভাইরাল ভিডিওটির কিছু কীফ্রেম ক্যাপচার করি। এরপর রিভার্স ইমেজ সার্চ করে  আমরা মালয়ালম ভাষায় 6 জানুয়ারী 2023-এ প্রকাশিত একটি প্রতিবেদন পাই। খবরে বলা হয়েছে, ভিডিওটি কেরালার ত্রিশুর জেলার। যেখানে ইরিঞ্জলকুদা মেডিটেশন সেন্টারের সামনে দুর্ব্যবহার করার অভিযোগে ১১ নারীকে আটক করা হয়েছে।

এই সূত্র ধরে গুগলে কীওয়ার্ড দিয়ে আমাদের অনুসন্ধান শুরু করি। ৭ই জানুয়ারির ONMANORAMA রিপোর্ট পাই। এখানে বলা হয়েছে এক ব্যক্তি ইরিঞ্জলকুদা ধ্যান কেন্দ্রের সাথে সম্পর্ক ছিন্ন করে, ১১জন মহিলা মিলে তাকে প্রহার করে। 

কেরালার খ্রিস্টান সম্প্রদায়ের image 2

এই রিপোর্ট মোতাবেক, কেরালার ত্রিশুরে ইরিঞ্জলকুদা ধ্যান কেন্দ্রের নাম ফের একবার অপরাধমূলক ঘটনার কারণে চর্চার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে। পুলিশ এই ১১জন মহিলার উপর Emperor Emmanuel Church এর সাথে সম্পর্ক ছিন্ন করা এক ব্যক্তিকে খুনের পরিকল্পনা করার প্রমান পেয়েছে। ইরিঞ্জলকুদা ধ্যান কেন্দ্রের সাথে সাজি নামের ব্যক্তির উপর চড়াও হয়ে মারধর করে। 

সাজি পুলিশকে জানিয়েছে প্রায় ৫০জন লোক উপস্থিত হয় তাকে মারার জন্য। অন্যদিকে মহিলাদের দাবি সাজি তাদের ছবিকে বিকৃত করে ভুল মাধ্যমে ব্যবহার করেছিল। 

AsiaNetNews এর রিপোর্টে যে ভিডিওটি রয়েছে তার সাথে আমরা ভাইরাল ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাই। রিপোর্টে বলা হয়েছে নাস্তিক সাজি নিজের গাড়িতে করে ছেলে সাজিন ও স্ত্রী অ্যাশলিনকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তার গাড়ি আটক করে ক্ষিপ্ত মহিলারা তার উপর হামলা চালায়। তার বিরুদ্ধে মহিলাদের ছবি বিকৃত করার অভিযোগ রয়েছে। 

Kairali TV র ৬ই জানুয়ারির রিপোর্টেও একই তথ্য রয়েছে।

এই ঘটনার বিষয়ে আমরা আরো তথ্য পাওয়ার জন্য কেরালার আলুর থানার সাথে যোগাযোগ করি। আমাদের প্রতিনিধি স্যাবলো থমাসকে পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘সাজির বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে। ছবি বিকৃত করার একটি অভিযোগ করা হয়েছে ওনার বিরুদ্ধে এবং এখনো এই বিষয়টিকে নিয়ে তদন্ত চলছে। বিকৃত ছবিগুলো বিদেশী আইপি এড্রেস থেকে আপলোড করা হয়েছিল। ওই ব্যক্তির সাথে কোনো রাজনৈতিক দলের কোনো যোগ নেই। ছবি মরফিংয়ের বিষয়ের উপর তদন্ত শুরু হয়েছে। 

আমরা Emperor Emmanuel Church এর জনসংযোগ আধিকারিক অ্যাডিসনের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের জানিয়েছেন সাজি নিয়ে একজন নাস্তিক এবং সে চার্চ ছাড়ার পর তার পরিবারের লোকজন যারা ধর্মে বিশ্বাসী তাদেরও বিশ্বাসে আঘাত হানছিলো। সেই খ্রিস্টান সম্প্রদায়ের এক গণমান্য মহিলার বিকৃত ছবি সাথে করেছেন যার কারণে মহিলারা একত্রে তাকে প্রহার করে’.

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে কেরালার খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হাতাহাতির ভিডিও কর্ণাটকের নেতার মহিলাদের হাতে মার খাবার নামে ছড়িয়েছে। 

Result: False 

Our Sources
Reporter TV website January 6,2023
 Asainet news January 6,2023
Youtbe video of Kairali TV on January 6,2023
Telephone conversation with Aloor police
Telephone conversation with Dr Edison of Emperor Immanuel Church


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

Sabloo Thomas has worked as a special correspondent with the Deccan Chronicle from 2011 to December 2019. Post-Deccan Chronicle, he freelanced for various websites and worked in the capacity of a translator as well (English to Malayalam and Malayalam to English). He’s also worked with the New Indian Express as a reporter, senior reporter, and principal correspondent. He joined Express in 2001.

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular