Authors
Claim
মালদ্বীপে ‘ইন্ডিয়া বয়কট’ শুরু হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর জন্য মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে
Fact
ফেসবুকে ইদানিং একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পড়া কিছু ব্যক্তিকে রাস্তায় প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। গলায় জুতোর মালা ও মুখে মুখোশ পরে প্রতিবাদ চলছে। দাবি করা হয়েছে ভারতের বিরুদ্ধে গতকাল থেকে মালদ্বীপে এই প্রতিবাদ শুরু হয়েছে।
যদিও এই ভিডিওটি সাম্প্রতিক নয়, কয়েকমাস পুরোনো। ভিডিওটির স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ করার পর কিছু লিংক পাই। Scroll, The Maldives Journal এর রিপোর্ট পাই যেখানে এই ভিডিওটির সাথে মিলে যায় এমন কিছু দৃশ্য রয়েছে। ৩০শে জুন ২০২৩ সালের রিপোর্টে বলা হয়েছে মালদ্বীপের সরকার প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করার ঘটনাটির নিন্দা করেছে।
জানা গিয়েছে জুন মাসে মালদ্বীপের ঐতিহ্যবাহী ঈদের অনুষ্ঠান ঈদ-আল-আধা উৎসবে অংশগ্রহকারীরা শয়তানের বেশ পরে রাস্তায় নাচে। গত বছর এই উৎসবে নরেন্দ্র মোদির মুখোশ পরে অনেকেই এই অনুষ্ঠানে যোগদান করে। সাথে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহম্মদ সালিহকে ব্যঙ্গ করা হয়েছিল। ঘটনাটি সামনে আসতেই মালদ্বীপ সরকার এর তীব্র নিন্দা করে।
Result: Missing Context
Sources
Report published by Scroll.in, 1July 2023
Report published by The Maldives Journal, 30 June 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।