Authors
Claim: ভারতে মুসলিম নির্যাতনের দৃশ্য় এটি।
Fact: ভাইরাল ভিডিয়োটি সুদানের। সেটি কোনও ভাবেই ভারতের নয়।
একদিকে বাংলাদেশে যখন সংখ্য়ালঘু অর্থাৎ হিন্দুদের উপর একের পর এক অত্য়াচারের অভিযোগ প্রকাশ্য়ে আসছে। তখন সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিপরীত-ধর্মী ভিডিয়ো। যেখানে, একজন বয়স্ক ব্য়ক্তির দাড়ি ধরে টানতে দেখা যাচ্ছে এক যুবককে। ওই ভিডিয়োটি নেটমাধ্য়মে ছড়িয়ে অনেকেই দাবি করেছেন যে, ভারতে সংখ্য়ালঘু অর্থাৎ মুসলিমদের উপর অত্য়াচার হচ্ছে।
Fact Check/ verification
ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমে সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৫ অক্টোবর, একই ধরনের ছবি সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সুদানের সংবাদামাধ্য়ম Sudan Tribune-এর ওয়েবসাইটে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সুদানের আল-জাজিরা প্রদেশের আল-কামেলিন এলাকায় হামলা চালিয়েছিল ব়্য়াপিড সাপোর্ট ফোর্স (RSF)। সেই হামলায় ৫০ জনের মৃত্য়ু এবং ২০০ জন আহত হয়েছিল। ওই এলাকাতেই এক বৃদ্ধের দাড়ি ধরে টানার অভিযোগ উঠেছিল ব়্য়াপিড সাপোর্ট ফোর্সের (RSF) সদস্য়ের বিরুদ্ধে এবং সেই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
Sudan Tribune-এর অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলেও ভিডিয়োটি একই তথ্য়-সহ পোস্ট করা হয়েছিল।
Dabanga Sudan নামে, সুদানের আরও একটি সংবাদমাধ্য়মেও একই ছবি-সহ ছবিটা প্রকাশিত হয়েছিল।
Conclusion
অতএব এখান থেকে প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে ভারতের কোনও যোগ সূত্র নেই।
Result: False
Sources
Report published by Sudan Tribune, Dated October 25, 2024
Report published by Dabanga Sudan, Dated October 27, 2024
X post by Sudan Tribune
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।