Coronavirus
Weekly Wrap:সোশ্যাল মিডিয়াতে করোনা ভাইরাসকে নিয়ে ভাইরাল পোস্টের সঠিক তথ্য জানুন
এই বছর করোনার দ্বিতীয় ঢেউ এসে পৌঁছানোর পর থেকেই ভারতের প্রতিটি রাজ্যের স্বাস্থ্য কাঠামো কার্যত ভেঙে পড়েছে। ভারতের স্বাস্থ্য পরিষেবা যে কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে এই করোনাতে তা প্রতিনিয়ত টিভি সংবাদ মাধ্যমের দ্বারা আমাদের সামনে উঠে আসছে। আর এই আবহে ভাইরাল হয়েছে করোনাকে নিয়ে কিছু পোস্ট। আজ সেই সব ভাইরাল পোস্টের সঠিক তথ্য জানুন আমাদের এই প্রতিবেদনে।

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকা দিয়ে ভোট কিনছেন?
ফেসবুকে তৃণমূলের ফ্যানপেজে থেকে ফারাক্কার কংগ্রেসের নেতা মইনুল হককে নিয়ে করা দাবি – ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন ভাইরাল হয়েছে। এক মহিলাকে তিনি ৫০০-১০০০ টাকা দিচ্ছেন যাতে কিনা তিনি মইনুলকে ভোটটা দেন। কিন্তু আমাদের অনুসন্ধানে এটি প্রমাণিত যে এই দাবিটি মিথ্যে কারণ ভাইরাল ছবিটি ২০২০ সালের লকডাউনের সময়ে তোলা হয়েছে।

৭০ ডিগ্রী তাপমাত্রায় করোনা ভাইরাস মারা যায়?
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ৭০ ডিগ্রী তাপমাত্রায় করোনা ভাইরাস মারা যায় এই দাবিটি গত বছর এবংহ এই বছরেও ভাইরাল হয়েছে। এই দাবিটির প্রকৃত কোনো বৈজ্ঞানিক প্রমান নেই। বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকেও এই ধরণের কোনো নির্দেশিকা দেয়নি।

Times ম্যাগাজিনের প্রচ্ছদে মোদীকে সুপার স্প্রেডার বলা হয়েছে?
ভারতে করোনা মারাত্বক রূপ নেওয়ার জন্য অনেকেই রাজনৈতিক নেতাদের ও নির্বাচনকে দায়ী করেছে। এর মধ্যে Times ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে Times ম্যাগাজিনের প্রচ্ছদে মোদীকে সুপার স্প্রেডার বলা হয়েছে। কিন্তু এই প্রচ্ছদটি ভুয়ো। আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে এপ্রিল মাসের Times কোনো ম্যাগাজিনে নরেন্দ্র মোদীর ছবি প্রচ্ছদে ছাপা হয়নি।

ভারতের মর্গে করোনা আক্রান্তদের মৃতদেহ বিকৃত অবস্থায় পড়ে রয়েছে ?
ভারতের মর্গে করোনা আক্রান্তদের মৃতদেহ বিকৃত অবস্থায় পড়ে রয়েছে এই ভিডিওটি ভারতের নয়। আমাদের অনুসন্ধানে প্রমাণিত এই ভিডিওটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের।

পাকিস্তান ভারতে অক্সিজেন পাঠিয়েছে?
পাকিস্তান ভারতে অক্সিজেন পাঠিয়েছে এই দাবি করে বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। কিন্তু আসলে এই ভিডিওটি ২০১৮ সালের যা এখন বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।