শনিবার, নভেম্বর 2, 2024
শনিবার, নভেম্বর 2, 2024

HomeCoronavirusভারতের প্রস্তুত করোনা ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়নি কেউই - ভুল এই দাবির...

ভারতের প্রস্তুত করোনা ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়নি কেউই – ভুল এই দাবির সঠিক তথ্য পান এই প্রতিবেদনে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি ভারতে করোনা টিকাকরণ শুরু হয়েছে। ১৬ই জানুয়ারী থেকে শুরু হওয়া এই টিকাকরণে এখনো পর্যন্ত ২.২৪ লক্ষ লোকের টিকাকরণ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী  ডঃ হর্ষ বর্ধন। এই টিকাকরণ নিয়ে ফেসবুকে দাবি করা হয়েছে আমেরিকার বানানো ভ্যাকসিন Pfizer নিয়ে নরওয়েতে ২৩জন মারা গেছে সেখানে ভারতের বানানো টিকা নিয়ে এখনো পর্যন্ত কোনো অসুস্থতার খবর আসেনি। 

https://www.facebook.com/bharatmatakijoyone/photos/a.103131761494343/204623411345177/

Fact -check / Verification 

ভারতে ভ্যাকসিন নেওয়ায় পর কোনো অসুস্থতার খবর পাওয়া যায়নি এই খবর সম্পূর্ণ ঠিক নয়।  আমাদের অনুসন্ধানের দ্বারা আমরা জানতে পেরেছি ৪৪৭টি এমন কেস সামনে এসেছে যেখানে এই ব্যক্তিরা কোরোনার টিকা নেওয়ার পর থেকে অসুস্থতা অনুভব করতে থাকে। যদিও এই অসুস্থতা খুবই স্বাভাবিক বলে জানানো হয়েছে। চিকিৎসার পরিভাষায় যাকে অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইম্যুনাইজেশন’‌ বা এআইএফআই বলা হয়।  এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। 

Live Mint,অনুযায়ী ৪৪৭ জনের মধ্যে যে তিনজনকে  হাসপাতালে ভর্তি করার পর দুজন তুলনামূলক সুস্থ হয়ে ওঠেন। একজন দিল্লির উত্তর ভারতের রেলের হাসপাতাল থেকে ২৪ ঘন্টা পর ছাড়া পেয়েছেন, একজন দিল্লির এইমস থেকে সুস্থ হয়ে ফিরছেন এবং এক জনকে এখনো হৃষিকেশের এইমস রেখে তার চিকিৎসা চালানো হচ্ছে। The India Today র রিপোর্ট অনুসারে দিল্লিতে ৫১জনের শরীরে অল্পবিস্তর সমস্যা দেখা দিয়েছিলো। 

বাংলায় ১৬ তারিখে ভ্যাকসিন নেওয়ার পর কলকাতার বিসি রায় হাসতাপালের এক নার্স আচমকাই অসুস্থতা অনুভব করেন এবং জ্ঞান হারান। তাকে নীল রতন হাসপাতালে ভর্তি করানো হলে রবিবার থেকে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে Hindustan Times বাংলার রিপোর্টে।যদিও উনি কেন অসুস্থ হয় পড়েছিলেন তা খতিয়ে দেখার জন হাসপাতাল কমিটি একটি বোর্ড গঠন করেছে। এবিপি আনন্দের রিপোর্ট অনুসারে বীরভূমের রামপুরহাটে এক স্বাস্থ্য কর্মী টিকা নেওয়ার পর তার মধ্যে শারীরিক সমস্যা দেখা দেয়। 

https://bengali.abplive.com/news/bengal/corona-vaccine-nurse-fell-ill-after-taking-covid-19-vaccine-in-kolkata-slight-side-effects-of-health-worker-reported-in-rampurhat-783284

Conclusion 

ভারতে প্রথম দিনের করোনা ভ্যাকসিন নেওয়ার পর কোনো অসুস্থতার খবর আসেনি এই দাবি সঠিক নয়।১৬ জানুয়ারী করোনার টিকাকরণের পর যথাক্রমে বাংলায় দুজন ও বাংলার বাইরে তিন জনের অসুস্থতার খবর পাওয়া গেছে। 

Result – Partially false

Our sources

ABP Anada – https://bengali.abplive.com/news/bengal/corona-vaccine-nurse-fell-ill-after-taking-covid-19-vaccine-in-kolkata-slight-side-effects-of-health-worker-reported-in-rampurhat-783284

Hindustan Times Bangla- https://bangla.hindustantimes.com/bengal/kolkata/kolkata-nurse-stable-after-getting-covid-vaccine-experts-trying-to-ascertain-cause-behind-illness-31610888826801.html

India Today- https://www.indiatoday.in/india/story/delhi-4-healthcare-workers-exhibit-adverse-after-effects-after-receiving-covid-vaccine-1759793-2021-01-16

Live Mint – https://www.livemint.com/news/india/447-people-reported-adverse-reactions-to-covid-19-vaccines-11610898310410.html

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular