ফেসবুক ও টুইটারে ভারতীয় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে একটি হেলিকপ্টারের আগুন লাগার ভিডিও ভাইরাল হয়েছে। অন্যদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে ছড়িয়েছে ভুল ওষুধের ছবি। গণভোটে জনগণের রায়ে এবার থেকে নাকি ব্রিটেনের ৫০ পাউন্ডের নোটে থাকবে বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর ছবি। আজকের Weekly Wrap এ জানুন এই সব ভাইরাল দাবির আসল তথ্য।

অনেক আগেই Omicron ভাইরাসের ওষুধ বাজারে বেরিয়েছে? ফেসবুকে ভুল দাবি নিয়ে ছড়ালো অন্য ওষুধের ছবি
ফেসবুকে – অনেক আগেই Omicron ভাইরাসের ওষুধ বাজারে বেরিয়েছে এই দাবি সমেত বাংলায় লেখা ‘ওমিক্রন ২০’ ওষুধের আবরণের ছবি ভাইরাল হয়েছে। এই ওষুধের প্রস্তুরকারক হলো বাংলাদেশ এবং এটি গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর কাজে ব্যবহৃত হয়।

প্রেম প্রত্যাখ্যান করায় হিন্দু প্রেমিকার গায়ে ব্লেড চালালো মুসলিম প্রেমিক? পশ্চিমবঙ্গের ঘটনা সোশ্যাল মিডিয়াতে মিথ্যে দাবি সমেত ভাইরাল হলো
সোশ্যাল মিডিয়াতে লাভ জিহাদের নামে ছড়ানো পোস্ট যেখানে দাবি করা হয়েছে প্রেম প্রত্যাখ্যান করায় হিন্দু প্রেমিকার গায়ে ব্লেড চালালো মুসলিম প্রেমিক আসলে এটি মিথ্যে দাবি। আমরা জানতে পেরেছি এই ঘটনাটির প্রধান অভিযুক্ত ও যে মেয়েটির উপর ব্লেড চালানো হয়েছে তারা দুজনেই মুসলিম সম্প্রদায়ভুক্ত।

এবার থেকে জগদীশ চন্দ্র বসুর ছবি থাকবে ব্রিটেনের ৫০ পাউন্ডের নোটে? না, বাঙালি বিজ্ঞানীকে নিয়ে ফেসবুকে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
ফেসবুকে ভাইরাল দাবি গণভোটে ব্রিটেনের জনগণের রায় বেরিয়েছে, এবার থেকে জগদীশ চন্দ্র বসুর ছবি থাকবে ব্রিটেনের ৫০ পাউন্ডের নোটে এই দাবিটি বিভ্রান্তিকর। ২০১৮ সালে ব্রিটেনের ৫০ পাউন্ডের নোটে কোন বিজ্ঞানীর ছবি থাকবে সেই মনোনীতদের তালিকায় নাম ছিল জগদীশ চন্দ্রের কিন্তু শেষ পর্যন্ত অ্যালেন টুরিং এর নাম নির্বাচিত হয়।

হিংস্র জন্তুর আক্রমণ শুরু হয়েছে বাংলায় ? সিনেমার জন্য তৈরী করা নকল জন্তুকে ঘিরে তৈরী হলো বিভ্রান্তি
আমাদের অনুসন্ধানের দ্বারা আমরা জানতে পেরেছি হিংস্র জন্তুর আক্রমণ শুরু হয়েছে বাংলায় এই দাবিতে ছড়ানো ভিডিওতে যে জন্তুটিকে দেখা যাচ্ছে সেটি আসলে সিনেমাতে ব্যবহৃত একটি প্রাণী। ভুল দাবি সমেত এই ভিডিওটিকে ছড়ানো হচ্ছে।

সিরিয়ার ইদলিবের হেলিকপ্টারে আগুন লাগার ভিডিও সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুর সাথে জুড়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় সেনা সর্বাধিনায়ক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুর আবহে গত বছরের সিরিয়ার সেনা কপ্টারের ভেঙে পড়ার ভিডিও ছড়িয়েছে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।