সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ ও করোনা টিকাকরণের আবহে ভাইরাল হয়েছে কিছু বিভ্রান্তিকর দাবি ও ছবি। অন্যদিকে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির কন্যার হিন্দু ধর্ম গ্রহণ করার নামে ভুল ছবি পোস্ট করা হয়েছে। জানুন সেই সব দাবি ও ছবিগুলোর আসল সত্যতা।

বিশ্বের মধ্যে ভারত প্রথম দেশ যেখানে ১০০ কোটি করোনা টিকাকরণ সম্পন্ন হয়েছে?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি বিশ্বের মধ্যে ভারত প্রথম দেশ যেখানে ১০০ কোটি করোনা টিকাকরণ সম্পন্ন হয়েছে- এটি আসলে বিভ্রান্তিকর। আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে যে তথ্য উঠে এসেছে সেখানে দেখা গেছে এখনো পর্যন্ত ভারতের ৩০% মানুষের দুটি ডোজ সম্পন্ন হয়েছে।

অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার নামে ছড়ালো ২০১৯ সালের প্রধানমন্ত্রীর জনসভার ছবি
অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার নামে একটি ছবি বর্তমানে ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানতে পাই এই ছবিটি আসলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ম্যাঙ্গালোরে প্রধানমন্ত্রীর জনসভার ছবি।

দেশের মধ্যে প্রথম নূন্যতম বেতন ১৮ হাজার টাকা করলো কেরালা? জানুন আসল তথ্য
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি দেশের মধ্যে প্রথম নূন্যতম বেতন ১৮ হাজার টাকা করলো কেরালা এই দাবিটি বিভ্রান্তিকর।

ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির কন্যার হিন্দু ধর্ম গ্রহণ করাকে কেন্দ্র করে ভাইরাল হলো অপ্রাসঙ্গিক ছবি
ফেসবুকে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির কন্যার হিন্দু ধর্ম গ্রহণ করাকে কেন্দ্র করে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে তিলক পড়ানো হচ্ছে। দাবি করা হয়েছে ছবির এই মহিলা ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণর তৃতীয় কন্যা সুকমাবতী সুকর্ণপুত্রী। কিন্তু এই ছবিটি জাভার রাজকুমারী মাহেন্দ্রানীর ২০১৭ সালের যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমত ছড়াচ্ছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পান এখানে।

ভারতীয় মহিলা ফুটবল দলের কাছে পাকিস্তানী মহিলাদের দল ১৮ গোলে পরাজিত হওয়ার পুরোনো খবর T20 বিশ্বকাপের আবহে ভাইরাল হয়েছে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত T20 বিশ্বকাপের আবহে ভাইরাল দাবি ভারতীয় মহিলা ফুটবল দলের কাছে পাকিস্তানী মহিলাদের দল ১৮ গোলে পরাজিত হওয়ার খবরটি ২০১৮ সালের যা এখন আবার ছড়িয়েছে।
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।