সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধানকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি শেয়ার করে দাবি করা হয়েছে WHO প্রধান ডঃ টেড্রস গেব্রিয়েসাস বিশ্বের শক্তিধর দেশগুলোকে তুলোধোনা করেছে বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোতে জনসংখ্যার উপর নজর না রেখে করোনার বুস্টার ডোজ ব্যবহার করার জন্য যেটি শিশু মৃত্যুর কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে।
ভিডিওটি ২২শে ডিসেম্বর জেনেভায় একটি সাংবাদিক বৈঠকের যেখানে WHO প্রধান বলেছেন কোনো দেশই এতো তাড়াতাড়ি মহামারীর সাথে যুজঁতে পারার মতো শক্তিধর নয় এবং না এই বুস্টার ডোজ পরিকল্পিত উদযাপনের কারণ ও হতে পারে না।
Fact check / Verification
WHO প্রধান করোনার বুস্টার ডোজকে শিশু মৃত্যুর কারণ বলেছেন কিনা জানার জন্য আমরা বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে আমরা WHO প্রধান ডঃ টেড্রসের সাংবাদিক বৈঠকের বক্তব্যের নথিটি পাই। ২৬.৪৪ এর এ এই বক্তব্যের নথিতে বলা হয়েছে – ‘ এমন নয় যে তারা বুস্টার ডোজ পাইনি, কিন্তু আমি মনে করি এই সময়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেখানে প্রাধান্য দেওয়া উচিত। আমরা বেশ কিছুদিন ধরে কিছু বৈঠক করেছি। এই বৈঠকে আমরা কিছু প্রমান পেয়েছি যেখানে দেখা গেছে প্রাপ্ত বয়স্ক, বৃদ্ধদের মধ্যে বিশেষত ৬০,৬৫ বছরের অধিক ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমাদের উচিত হবে সেইসমস্ত মানুষদের জন্য কাজ করা, তাদের বুস্টার ডোজ দেওয়া যাদের বয়সের কারণে নানা ধরণের রোগ ব্যাধির সম্মুখীন হতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দেশ বাচ্চাদের মধ্যে বুস্টার ডোজ প্রয়োগ করেছে যা একেবারেই সঠিক নয়।’

এই ভিডিওটিকেই কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে যে WHO প্রধান করোনার বুস্টার ডোজকে শিশু মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছেন এই ধরণের কোনো উক্তি এখানে নেই।
WHO প্রধান করোনার বুস্টার ডোজকে শিশু মৃত্যুর কারণ বলেছেন দাবিটি মিথ্যে
ডঃ টেড্রসে ভ্যাকসিনের বৈষম্য নিয়ে আরো বলেছেন যে, এখানে এবার প্রশ্ন আসবে ভ্যাকসিনের অবৈষমেয়ের। আমাদের মনে হয়, বিশ্বের বিত্তশালী দেশগুলোর নিজের দেশের বাচ্চাদের মধ্যে করোনার বুস্টার ডোজ না দিয়ে তুলনামূলক গরিব দেশ যেখানে এখনও মুখ্যটিকাকরণ হয়নি, সেদিকে নজর দেওয়া। তাতে টিকার বৈষম্য দূর হবে।
সাংবাদিক বৈঠকের বক্তব্যের নথিটি ভালো করে যাচাই করার পর এবং ভাইরাল ভিডিওটি ভালো করে শোনার পর আমরা উপলব্ধি করতে পেরেছি যে ইংরেজি শব্দ Children উচ্চারণ করতে গিয়ে তিনি মুখ ফস্কে অন্য কথা বলে ফেলেছেন যেটিকে দাবি করা হয়েছে যে তিনি বুস্টার ডোজকে শিশু মৃত্যুর কারণ বলেছেন।
Conclusion
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল WHO প্রধান করোনার বুস্টার ডোজকে শিশু মৃত্যুর কারণ বলেছেন এই দাবিটি মিথ্যে।
Result: Misplaced context
Sources
Transcript of Dr Tedros’ speech
WHO sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।