বাংলার নির্বাচনকে কেন্দ্র করে গুজরাটের রাজনৈতিক তরজার বিষয় ফের সামনে এলো। বিজেপির দিকে অভিযোগ এনে রেশমা প্যাটেল দল ছাড়লেন- এই দাবিতে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। রেশমার মতে গুজরাটের বিজেপির নেতারা দলের বাকি কর্মীর সাথে মালিক-শ্রমিকের মতো ব্যবহার করে থাকেন। বিস্ফোরক এই মন্তব্য করে বিজেপি ছেড়েছেন রেশমা।


পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে গুজরাটের বিজেপি পতিদার নেতা রেশমা প্যাটেল দল ছেড়েছেন এবং তাতে গুজরাটের বিজেপির আর একটি উইকেটের পতন হলো।
Fact-check / Verification
পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়ে বিজেপিকে কেন্দ্র করে বেশ কিছু মন্তব্য ভাইরাল হয়েছে। কোথাও দাবি করা হয়েছে বিজেপির জনসভায় কাঙ্খিত লোকসংখ্যা দেখা যায়নি আবার কোথাও প্রচার মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতা মন্ত্রীদের বাংলার জনগণের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়েও সমালোচনা শুরু হয়েছে।
এই পরিস্থিতে বিজেপির দিকে অভিযোগ এনে রেশমা প্যাটেল দল বিজেপির থেকে পদত্যাগ করেছেন এই দাবিতে শেয়ার হওয়া পোস্টটিকে নিয়ে অনেকেই মনে করেছেন গুজরাটে যেমন বিজেপির সময় ঘনিয়ে এসেছে, বাংলাতেও ঠিক তেমনই হতে চলেছে।
বিজেপির দিকে অভিযোগ এনে রেশমা প্যাটেল দল ছেড়েছেন- এই খবরটি পুরোনো যা বর্তমানে ফের ভাইরাল হয়েছে
গুজরাটের বিজেপির দিকে অভিযোগ এনে রেশমা প্যাটেল পদত্যাগ করেছেন এই ঘটনাটিকে নিয়ে আমরা অনুসন্ধান শুরু করি। জানা গেছে পতিদার আন্দোলনের মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন রেশমা। গুজরাটের পতিদার আন্দোলনের মুখ ছিলেন রেশমা। OBC শ্রেণীর রাজনৈতিক এবং অৰ্থনৈতিক স্বীকৃতির মতো এই সব ক্ষেত্রে সুযোগ সুবিধা পেতে পতিদার গোষ্ঠীও বিক্ষোভ শুরু করে। এর সাথে সাথে সরকারি চাকরি, নামকরা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য ভর্তির আবেদনের কর্মসূচিও ছিল তাদের আন্দোলনে।
প্রথমদিকে কংগ্রেসের হয়ে রাজনীতিতে যোগ দিলেও ২০১৭ সালে তিনি যোগদেন বিজেপিতে। পতিদার আন্দোলের সাথে সাথে রেশমা প্যাটেল পতিদার অনামত আন্দোলন সমিতির সাথেও যুক্ত ছিলেন।
Indian Express, NDTV,ও এই সময়ে ২০১৯ সালের মার্চ মাসের এই খবরটি পুনরায় বাংলার ভোটের সময়ে ভাইরাল হয়েছে। বিজেপির দিকে অভিযোগ তুলে রেশমা প্যাটেল বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। দাবি করেন গুজরাটে বিজেপি কোনো রাজনৈতিক দল নয় বরং ‘মার্কেটিং কোম্পানি’ তে পরিণতি হয়েছে। যার মূল লক্ষ্য গুজরাটের জনগণের বাড়ি বাড়ি গিয়ে বিজেপির অর্থহীন প্রতিশ্রুতি সম্পর্কে লোকজনদের অবগত করা। রেশম প্যাটেল এই কাজকেই বিজেপির মার্কেটিং করা এবং একই সাথে লোক ঠকানোর এক নতুন পন্থা বলেছেন।


রেশমা জানিয়েছেন তিনি যদি অন্য কোনো প্রথম সারির রাজনৈতিক দল থেকে সুযোগ পান তাহলে তিনি তা গ্রহণ করবেন নচেৎ পোরবন্দর লোকসভা ও মানাভাদার এলাকার আসন থেকে তিনি স্বাধীন ভাবে নির্বাচন লড়বেন।
অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিজেপির দিকে অভিযোগ এনে রেশমা প্যাটেল দল ছাড়লেন এই খবরটি পশ্চিমবঙ্গের ভোটের যাবে ভাইরাল হলেও এই ঘটনাটি আসলে ২০১৯ সালের। দলের আভ্যন্তরীন গোলযোগ, দলের কর্মীদের বিজেপির হয়ে প্রচার কাজে ব্যবহার করার কারণ দেখিয়ে বিজেপি ত্যাগ করেছিলেন রেশমা প্যাটেল।
Conclusion
গুজরাটের বিজেপির দিকে অভিযোগ তুলে রেশমা প্যাটেল দল ছাড়লেন এবং এতে বিজেপির শক্তি অনেকটা কমে গেলো এই দাবিতে শেয়ার হওয়া খবরটি ২০১৯ সালের যা পুনরায় বাংলার নির্বাচনের আবহে ভাইরাল হয়েছে। গুজরাটের পতিদার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়ানো রেশমা বিজেপিকে মার্কেটিং কোম্পানি বলে দাবি করে নিজের ইস্তফা দিয়েছিলেন।
Result- Misleading
Our sources
Indian Express-https://indianexpress.com/elections/gujarat-patidar-leader-reshma-patel-quits-bjp-calls-it-marketing-company-5629001/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।