Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: তৃণমূলের হুগলির নেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নেওয়া বনি সেনগুপ্ত বিজেপির সদস্য
Fact: বঙ্গে নির্বাচনের পরে সোশ্যাল মিডিয়ার মারফৎ বনি জানিয়েছিলেন তিনি বিজেপি বাংলার সঙ্গ ত্যাগ করেছেন
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে অভিনেতা বনি সেনগুপ্ত ও বিজেপির সাথে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি বনি এখনো বিজেপির লোক। বনি সেনগুপ্ত ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে ‘ ইনি বনি সেনগুপ্ত, যে কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়েছিলেন, শুভেন্দু অনুগামী বনি সেনগুপ্ত বিজেপির সদস্য। এটা কোনো মিডিয়া দেখাচ্ছে না’.
ফেসবুকে এই পোস্টটি অনেকেই শেয়ার করেছে। তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে ইডি আটক করার পর টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তের নাম উঠে আসে। ৪০ লক্ষ টাকা বনিকে দেওয়া হয়েছিল বলে খবর পাওয়া যায়। জানা গিয়েছে হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষ বনি সেনগুপ্তকে ৪০লক্ষ টাকা দেয়, এ কথা সিজিও কমপ্লেক্সে বসে ইডির জেরার মুখে স্বীকার করে বনি নিজেই। প্রথমে না করলেও জেরার তিনদিনের মুখেই ২০১৭ সালে নেওয়া সেই টাকা ইডির হাতে তুলে দেয় অভিনেতা। তাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে দাবি তিনি এখনও বিজেপির সাথে জড়িত রয়েছে।
নিয়োগ দুর্নীতির আবহে অভিনেতা বনি সেনগুপ্ত ও বিজেপির সাথে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তি।
অভিনেতা বনি সেনগুপ্ত এখনো বিজেপির সাথে জড়িত এই দাবিটি ভুল। গত বছরেই তিনি বিজেপি বাংলার হাত ছেড়ে দিয়েছেন। ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করার জন্য আমরা গুগলে ‘ বনি সেনগুপ্ত বিজেপি ‘ এই জাতীয় কিছু কীওয়ার্ড ব্যবহার করে ABP বাংলা ও হিন্দুস্তান টাইমস বাংলার রিপোর্ট পাই। ২৪শে জানুয়ারি ২০জানুয়ারি ২০২২ সালের এবিপির রিপোর্টে বলা হয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষ ও ফিল্ম ইন্ডাস্ট্রিকে যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিলো তার একটিও পালন হতে না দেখে হতাশ হয়ে দল ছাড়লেন বনি সেনগুপ্ত।
কিছুবছর চলচ্চিত্র জগতে কাটানোর পর রাজনীতিতে দেখা যায় বনিকে, যদিও ওনার মা পিয়া সেনগুপ্ত ও বান্ধবী কৌশানি তৃণমূলে যুক্ত হন। এরপর বিজেপির ভরাডুবির পর গুঞ্জন শোনা যায় বনির রাজনীতিতে আর মন নেই। এরপরেই বিজেপি ছাড়ার কথা টুইটারের মাধ্যমে জানান।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বনাম বনি সেনগুপ্তের পর্যায়ের মাঝেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য সামনে এসেছে। শুভেন্দু জানিয়েছেন প্রায় দুই বছর হয়েছে বনির সাথে দলের কোনো সম্পর্ক নেই। সে যদি কোনো ভাবে টাকা নিয়ে থাকে তাহলে তাকে নিজেকেই সম্পূর্ণ বিষয় দেখতে হবে।
বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে অভিনেতা বনি সেনগুপ্ত ও শুভেন্দু অধিকারীর যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি ২০২১ সালের নির্বাচনী প্রচারের সময়ের। কীওয়ার্ড দ্বারা খোঁজার সময় আমরা শুভেন্দু অধিকারীর ফেসবুকের একটি ভিডিও পাই। ২০২১ সালের ১৮ই মার্চের একটি ভিডিও পাই। উত্তর কাঁথিতে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, বনি সেনগুপ্ত ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।
অর্থাৎ বাংলার বিধানসভা নির্বাচনের সময়ে একই মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে বনি সেনগুপ্তের ছবিকে বিভ্রান্তিকর দাবি সমেত এখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে নিয়োগ দুর্নীতির আবহে অভিনেতা বনি সেনগুপ্ত ও বিজেপির সাথে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভুল দাবি ভাইরাল হয়েছে। বনি ২০২২ সালেই বিজেপি থেকে বেরিয়ে এসেছিলেন।
Our Sources
ABP Bangla report, published on 24 Jan 2022
Hindustan Times Bangla report published on 24 Jan 2022
Suvendu Adhikari’s Facebook video of 18 March 2021
Bonny Sengupta’s tweet
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
July 12, 2025
Tanujit Das
July 7, 2025
Tanujit Das
June 24, 2025