Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ফেসবুকে চীনের সেনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটিতে বাসের মধ্যে উপস্থিত সমস্ত চীনাসেনাদের চোখের জল ফেলতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে ইন্দো-চীনের বা লাদাখ বর্ডারের দিকে ড্রাগনবাহিনী চোখের ফেলতে ফেলতে যাচ্ছে। তাইওয়ানের সংবাদপত্র তাইওয়ান নিউজের টুইটার পেজ থেকে এই পোস্টটি করে একেই দাবি করা হয়েছে।
https://www.facebook.com/razbeer.sarkar.39/videos/139229691211421/
ফেসবুকে ভাইরাল ভিডিওর আর্কাইভ
যে দাবির সাথে চৈনিক সেনাদের কান্না করার ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে ভুল। গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর Hindustan Times,Eurasianimes এর রিপোর্টের দুটি লিংক পাই। Hindustan Times ও Eurasianimes এর মতে সোশ্যাল মিডিয়াতে যে দাবি নিয়ে এই ভিডিওটি ভাইরাল হচ্ছে তা প্রধান কারণ নয়, ২২শে সেপ্টেম্বর Wechat এর ফুয়াং সিটি উইকলিতে এই ভিডিওটি দেওয়া হয় যদিও এর কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটি মুছে ফেলা হয়। জানা যায় চীনের আনহুই প্রদেশের য়িংজহু জেলার অন্তর্ভুক্ত ফুয়াং শহরের থেকে ১০ জন নতুন যুবকদের সেনার কাজে নিয়জিত করা হয়েছে। এই নতুন নিয়োগের মধ্যে কিছু আছে যারা কলেজ স্টুডেন্ট আর কিছু জন যারা নিয়মিত তিব্বতের সীমান্তে স্বেচ্ছাসৈনিক ছিল। Eurasianimes এর থেকে একটি লিংক আমরা পাই যেখানে লেখা রয়েছে সেপ্টেম্বর মাস থেকে চীনে ঠান্ডা শুরু হয়ে যায় ,যাদের নতুন নিয়োগ করা হয়েছিল তারা পাট -ভাঙা সেনাদের পোষাক পরে পরিবার ও নিজের গ্রামকে অশ্রুজলে বিদায় জানিয়ে দেশের সেবায় যোগদান করছে।
Express.co.uk এর রিপোর্ট অনুযায়ী চীনের সংবাদপত্র তাইওয়ান নিউজ সবরকম প্রচেষ্টা করেছে PLA সেনাদের দুর্বলতাকে সর্বসমক্ষে আনার জন্য।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চীনাসেনাদের কান্নাকরার ভিডিও, যেখানে দাবি করা হয়েছে ভারত-চীনের বর্ডার বা লাদাখ সীমান্তে যাওয়ার পথে PLA সেনারা চোখের জল ফেলছে, এই কারণটি আসলে ভুল। য়িংজহু জেলার অন্তর্ভুক্ত ফুয়াং শহরের নতুনসেনারা অশ্রুজলে নিজের গ্রাম, বাড়ির প্রিয়জনদেরকে বিদায় জানিয়ে মিলিটারিক্যাম্পের দিকে যাওয়ার মুহূর্তের সময়কার ভিডিও।
Hindustan Times – https://www.youtube.com/watch?v=77gmc1WY49Y
Eurasianimes news – https://eurasiantimes.com/watch-chinese-pla-soldiers-crying-hysterically-after-getting-deployed-to-ladakh/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
December 15, 2022
Paromita Das
July 3, 2020
Paromita Das
June 25, 2020