Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে একটি ভিডিও দেদার ভাইরাল হয়েছে , যেখানে তাকে কিছু উত্তেজিত জনতার মাঝে পরে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। ওনার অনুগামীদের হাতাহাতি করতেও দেখা যাচ্ছে এই ভিডিওতে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে -পশ্চিমবাংলার পরিস্থিতি খুব খারাপ, রোহিঙ্গারা নিজেদের পাড়ায় কোনো হিন্দুদেরকেই সহ্য করতে পারছে না। তাদের তাড়িয়ে দিচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আর বেশি দেরি নেই যখন সারা ভারত থেকে রোহিঙ্গারা এই ভাবে হিন্দুদের বিতাড়িত করবে।সময় এসেছে জেগে ওঠার এবং নিজের ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করার।
ফেসবুক ও টুইটারে ভাইরাল এই ভিডিওর লিংক নিচে দেওয়া হলো।
এই ভিডিওটির সাথে রোহিঙ্গাদের কোনো সম্পর্ক নেই এবং ভিডিওটি বর্তমানের নয়। ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করার পর জানা গেছে এই ভিডিওটি ২০১৭ সালের যখন বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিজয়া সম্মেলনি অনুষ্ঠানে যোগদান করতে দার্জিলিঙে পৌঁছান এবং ওখানে কিছু অ্যান্টি বিমল গুরুং বাহিনীর রোষানলের মুখে পড়েন। গুগলে খোঁজার পর আনন্দবাজার পত্রিকা, এই সময় Economics Times Outlook Hindustan Times, এর প্রকাশিত রিপোর্ট আমরা পাই।
জানা যায় পাহাড়ে পৌঁছে প্রথম দিন থেকেই পাহাড়বাসীরা বিজেপি সভাপতিকে উদ্দেশ্য করে কখন ও কালো পতাকা আবার কখন ও পাহাড় ছাড়ার স্লোগান দিতে থেকে। ঘটনার দিন ‘দুখ নিবারণী’ হলের সামনে তাকে গন্ডগোলের মুখে পড়তে হয়। সভাস্থলে প্রবেশের সাথে সাথেই আগে থেকে উপস্থিত বিনয় তামাঙ্গের অনুগামীরা ‘গোর্খাল্যান্ড জিন্দাবাদ’-র স্লোগান দিতে থেকে এবং চড়াও হয় দিলীপ ঘোষের অনুগামীদের উপর। হল থেকে বেরিয়ে যাওয়ার পরেও বিক্ষোভকারীরা ওনার পেছন করতে থেকে। দিলীপ ঘোষের সহায়ক এবং যুব নেতাকে রাস্তায় ফেলে ঘুঁষি, লাঠি মারা হতে থাকে।
২০১৭ সালে দার্জিলিঙে বিনয় তামাঙ্গের বাহিনীর সাথে দিলীপ ঘোষের কার্যত হাতাহাতির ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ফের ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। দাবি হয়েছে ভিডিওতে যারা দিলীপ ঘোষের উপর চড়াও হয়েছে তারা রোহিঙ্গা।
Anadabazar Patrika – https://www.anandabazar.com/state/attack-on-dilip-ghosh-at-darjeeling-bjp-workers-beaten-up-too-dgtl-1.684653
Economics Times – https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjps-bengal-president-dilip-ghosh-assaulted-in-darjeeling/articleshow/60958412.cms?from=mdr
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
October 27, 2021
Paromita Das
September 20, 2021
Paromita Das
August 6, 2020