Authors
Claim: ভারতীয় ট্যালেন্ট শোতে দুই বছরের বাচ্চা কোরান পাঠ করে অবাক করে দিয়েছে সবাইকে
Fact: ভাইরাল ভিডিওটি সম্পাদিত
ফেসবুকে ইদানিং একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি ছোট্টশিশুর হাতে মাইক্রোফোন দেখা যাচ্ছে, দাবি এই শিশুটি ভারতের ট্যালেন্টশোতে কোরান তেলায়াত করে উপস্থিত বিচারক ও দর্শকদের অবাক করে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাটি একটি মঞ্চে রয়েছে এবং তার মুখে কোরান পাঠ শুনে কাঁদছেন অক্ষয় কুমার, নেহা কক্কর, সালমান খান। তার মুখে কোরান শুনে দর্শকরাও বিস্মিত হয়ে কেঁদে ফেলেছে।
Fact check/ Verification
ভারতীয় টেলেন্টশোতে ছোট্টশিশুর কোরান তেলোয়াতের ভিডিওটি সম্পাদিত।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চার হাতে ধরা রয়েছে মাইক। ভালো করে ভিডিওটি পর্যবেক্ষণ করলে একটি অন্য একটি হাত দেখা যাচ্ছে এবং বাচ্চাটি আদতে কিছুই বলছে না, মাইকটি নিয়ে খেলছে। আমরা আমাদের অনুসন্ধানের মাধ্যমে যে প্রমান পেয়েছি তা নিচে উল্লেখ করলাম।
অন্যদিকে বলিউডের কুমার অক্ষয়ের বিচারকের আসনে বসে চোখের জল ফেলার ভিডিওটি Singing Superstar Session ২ এর। ইউটিউবে খোঁজার পর আমরা Set Indiaর এক বছর আগের এই ভিডিওটি পেয়েছি।
গায়িকা নেহা কক্করের কাঁদার ভিডিওটি Indian Idol এর, আসল ভিডিওটি এখানে দেখা যাবে –
সালমান খানের যে ভিডিওটি এখানে জোড়া হয়েছে এই দাবিতে যে বাচ্চাটির মুখ থেকে কোরান তেলায়াত শুনে তিনিও কেঁদে ফেলেছিলেন তা আসলে একটি জনপ্রিয় টিভি শো Bigboss এ ১০ বছর সঞ্চালনা সম্পূর্ণ করার। দশ বছর ধরে সালমান খান এই শোটিকে সঞ্চালনা করে আসছেন, সেই সকল মুহূর্ত ওনার সামনে ফের তুলে ধরার পর তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন।
ভাইরাল ভিডিওটির স্ক্রিনশট নিয়ে Yadex এ সার্চ করার পর আমরা কিছু ভিডিও পাই যেখানে এরম কিছু বাচ্চাদের মুখে কোরানের পাঠ শোনা যাচ্ছে। অনুসন্ধানের পর আমরা দুই মাস আগের এই ভিডিওটি পাই যার শুরুতে লেখা রয়েছে – এই ভিডিওটি শুধু মাত্র বিনোদনের জন্য, প্যারোডি ভিডিও। আর সাথে মনে করিয়ে দেওয়া যে আল-কোরান পাঠ করতে হবে।
অর্থাৎ একটি বিনোদনের সম্পাদিত ভিডিওকে নিয়ে ফেসবুকে ভুল দাবি ছড়ালো।
একই ধরণের ভিডিওটি এর আগেও আমরা যাচাই করেছিলাম যা এখানে পড়তে পারেন।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভারতীয় টেলেন্টশোতে ছোট্টশিশুর কোরান তেলোয়াতের ভিডিওটি আসলে সম্পাদিত। এটি ইউটিউবে অনেক আগে থেকেই রয়েছে যা শুধু মাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে।
Result – Altered Video
Sources
Set India YouTube Video
YouTube Video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।