শুক্রবার, ডিসেম্বর 20, 2024
শুক্রবার, ডিসেম্বর 20, 2024

HomeFact CheckFact Check: নির্বাচনের মরশুমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজ্য বিজেপি দফতরে দলীয় কর্মী-বিক্ষোভের...

Fact Check: নির্বাচনের মরশুমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজ্য বিজেপি দফতরে দলীয় কর্মী-বিক্ষোভের পুরনো ভিডিয়ো

Claim: লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপি দফতরে দলীয় কর্মীদের বিক্ষোভ। গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। 

Fact: রাজ্য বিজেপি দফতরে দলেরই কর্মীদের বিক্ষোভের ভিডিয়োটি নতুন নয়, বরং পুরনো।   

লোকসভা ভোটের আবহে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি সংবাদ প্রতিবেদনের একটি ভিডিয়ো। যেখানে বিজেপি কর্মী-সমর্থকদের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতাদের ছবি নিয়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। নেতাদের ছবি ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছেন কর্মী-সমর্থকরা। ওই সংবাদ প্রতিবেদনের ভিডিয়ো থেকেই জানা যায়, রাজ্য বিজেপির সদর দফতর মুরলিধৎ সেন লেনে সেই বিক্ষোভ দেখানো হচ্ছে এবং রাজ্যের সর্বোচ্চ পদাধিকারীদের পরিবর্তনের দাবিতেই বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। 

ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “তুমুল বিক্ষোভ বিজেপি রাজ্য দপ্তরে। সুকান্ত শুভেন্দুদের পোস্টার পোড়ানো, পা দিয়ে মাড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। তালা পড়ে যাবে যেকোনো সময়। ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে।” (পোস্টের বানান অপরিবর্তিত)

রাজ্য বিজেপি দফতরে Image 1

Fact Check/ Verification

ভিডিয়োটি দেখেই বোঝা যায় যে সেটা জি ২৪ ঘণ্টা চ্যালেনের একটি সংবাদ প্রতিবেদন। সেজন্য সূত্র ধরে সার্চ করলেই আমরা দেখতে পাই যে, ২০২৩ সালের ১২ অক্টোবর ওই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজে একই ছবি পোস্ট করা হয়েছিল।

রাজ্য বিজেপি দফতরে Image 2

‘রাজ্য বিজেপি দফতরে কর্মীদের বিক্ষোভ’ এই কিওয়ার্ডের দ্বারা ইউটিউবে সার্চ করলে একই সংবাদ দেখা যায় এবিপি আনন্দের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও। 

এছাড়া, নিউজ১৮ বাংলা, আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটদ্য ওয়ালের মতো একধিক সংবাদমাধ্যমে একই খবর একই সময়ে বের হয়েছে বলে আমরা পাই।

প্রসঙ্গত, রাজ্য বিজেপির দফতরে ওই আন্দোলন ছিল মূলত আদি-নব্যের লড়াই। নতুনদের ভিড়ে পুরনোদের সমান গুরুত্ব না দেওয়ার অভিযোগে ওই আন্দোলন হয়েছিল।

Conclusion

সুতরাং এখান থেকেই স্পষ্ট যে রাজ্য বিজেপি দফতরে দলেরই কর্মীদের বিক্ষোভের ভিডিয়োটি নতুন নয়, বরং পুরনো।   

Result: Missing Context

Source
News Video by Zee 24 Ghanta, dated October 12, 2023
Report by Anandabazar.com
Report by News18 Bangla
Report by The Wall

Most Popular