Authors
Claim: ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ফ্রান্স বিক্ষোভকারীরা লাইব্রেরিতে অগ্নিসংযোগ করেছে
Fact: এটি ফিলিপিন্সের পোস্ট অফিসে আগুনের ভিডিও
ফ্রান্সে পুলিশের হাতে বছর সতেরোর এক কিশোরের মৃত্যুর পর বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। অগ্নিসংযোগ ও বিক্ষোভের খবরের মাঝে একটি দাবি ভাইরাল হয়েছে যেখানে একটি পুরোনো স্থাপত্যে আগুন দেওয়ার ছবি ফুটে উঠেছে। ভিডিওটিকে শেয়ার করে দাবি করা হচ্ছে বিক্ষোভকারীদের দখলে আসার পর দেশের সব থেকে পুরোনো পাঠাগার বিল্ডিংয়ে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। মার্সেইলে আলকাজার পাঠাগার যা বহুদিন ধরেই বিক্ষোভকারীদের নজরে ছিল, তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
Fact check / Verification
ভাইরাল ভিডিওটি ফ্রান্সের পাঠাগারে আগুন লাগানোর নয় ।
ভাইরাল ভিডিওটির একটি পোস্ট পাই যেখানে একজন কমেন্ট বক্সে লিখেছেন, এই ভিডিওটি ফিলিপিন্সের পোস্ট অফিসের ঘটনা।এই সূত্র ধরে আমরা গুগলে ফিলিপিন্স, পোস্ট অফিস, আগুন জাতীয় কীওয়ার্ড প্রয়োগ করি এবং AP র ২০২৩ সালের ২২শে মের রিপোর্ট পাই। রিপোর্ট অনুসারে – ফিলিপিন্সের ম্যানিলায় প্রায় ১০০ বছরের পুরোনো পোস্ট অফিসে রাতে আগুন লাগে। এতে সাত জন আহত হয়েছেন।
রিপোর্ট থেকে পোস্ট অফিসের ছবির সাথে ভাইরাল ভিডিওটির কিছু দৃশ্যের তুলনায় করে বেশ সাদৃশ্য খুঁজে পাই।এছাড়াও SKY NEWS এর ২২শে মে ২০২৩ সালের ও আরো অন্যান্য রিপোর্টও পাই।
Sky নিউজের রিপোর্টে বিল্ডিংটির যে দৃশ্য দেখা যাচ্ছে একই দৃশ্য আমরা ভাইরাল ভিডিওতেও পাই।
আরো অন্যান্য রিপোর্ট আমরা পেয়েছি ম্যানিলায় এই অগ্নিসংযোগের ঘটনা নিয়ে যা এখানে, এখানে ও এখানে দেখা যেতে পারে।
ফিলিপিন্সের ‘Bureau Of Fire Protection’ তরফ থেকে তাদের রিপোর্টে বলা হয়েছে স্টোরেজ রুমে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ব্যাটারি ফেটে গিয়ে এই আগুন লেগেছে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফ্রান্সে বিক্ষোভের কারণে পোস্ট অফিস আগুন লাগানো হয়নি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ফিলিপিন্সের ম্যানিলার শতাব্দী প্রাচীন পোস্ট অফিসের।
Result: False
Our Sources
Report By AP, Dated May 22, 2023
YouTube Video By Sky News, Dated May 22, 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।