Claim
ফেসবুকে পেলে মারা যাওয়ার পর ভাইরাল দাবি – কিংবদন্তি ফুটবলার পেলের দুটি পা ফিফার জাদুঘরে রাখা হবে এবং এতে রাজি হয়েছে তার পরিবারের সকলে। ভাইরাল এই দাবির সাথে পায়ের পাতার ছবি ভাইরাল হয়েছে যাকে পেলের বলে দাবি করা হয়েছে।

Fact
কিংবদন্তি ফুটবলার পেলের দুটি পা ফিফার জাদুঘরে রাখা হবে এই দাবিটি মিথ্যে।
এই খবরটি ভাইরাল হওয়ার পর আমরা প্রথমে ফিফার ওয়েবসাইট, টুইটার ও ইনস্টাগ্রাম দেখি। পেলে মারা যাওয়ার পর ফিফার ওয়েবসাইটে পেলেকে স্মরণ করে বিশ্বকাপের ওনার গোলের জাদুর কিছু মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে এবং বেশ কিছু অজানা তথ্যও দেওয়া হয়েছে। কিন্তু এখানে কোথাও বলা হয়নি ফিফার জাদুঘরে ওনার পা দুটো রেখে দেওয়া হবে।
ফিফার টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলও আমরা দেখি। সেখানে শুধু মাত্র বিশ্বকাপ কেন্দ্রীয় ছবি, টুইট রয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ছবি, সোনার বিশ্বকাপের ছবি রয়েছে ইনস্টাগ্রামে।
৩০শে ডিসেম্বরে পেলের মৃত্যুর পর ওনার স্মরণে তিনটি টুইট করা হয়েছে ফিফার টুইটার থেকে। এছাড়া আর কোনো টুইট নেই যেখানে বলা হয়েছে কিংবদন্তি ফুটবলার পেলের দুটি পা ফিফার জাদুঘরে রাখা হবে।
এই খবরের উৎস হিসেবে TNT Sports Brazil এর নাম রয়েছে। যদিও আমরা এমন ধরণের কোনো সংবাদ খুঁজে পাইনি।
ফেসবুকের দাবিতে যে পা দুটি দেখা যাচ্ছে সেটি প্রকৃতপক্ষে পেলের। ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর একটি টুইট পাই যেখানে এই পা দুটির ছবি দেওয়া হয়েছে এবং পেলে হ্যাশট্যাগ ব্যবহার করে চিকত্রগ্রাহক @Annie Leibovitz এর নাম লেখা হয়েছে। যদিও ওনার টুইটার থেকে আমরা এই ছবিটি পাইনি। গুগলে খোঁজার পর অ্যানির ইনস্টাগ্রাম পোস্ট পাই। ২০২০ সালে ২৩শে অক্টোবর পেলের জন্মদিনের দিনের দিন এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে অ্যানি NY ১৯৮১ সাল লিখেছেন। অর্থাৎ ছবিটি ১৯৮১ সালের তোলা।

অর্থাৎ কিংবদন্তি ফুটবলার পেলের দুটি পা ফিফার জাদুঘরে রাখা হবে এই দাবিটি সঠিক নয়। ফিফার তরফ থেকে এই খবর প্রকাশিত হয়নি।
Result – False
Our Sources
FIFA twitter
Annie Leibovitz instagram post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।