ফেসবুকে ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁকে নিয়ে একটি দাবিতে বলা হয়েছে বিশ্বশান্তির জন্য মন্দির নির্মাণের বিল এনেছে ফ্রান্স। আগামী দিনে ফ্রান্স সরকার মন্দির গড়ার কথা বলেছে।


ফেসবুকে অনেকে এই পোস্টটিকে শেয়ার করে অনেকে বলেছে ফ্রান্স সরকারের এই পদক্ষেপে তারা খুশি, ভারতীয় রূপে এখন গর্ব বোধ হচ্ছে। পোস্টটিতে রয়েছে প্রায় বারোশোর মতো লাইক।
Fact-check / Verification
ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ ইসলাম বিরোধী মন্তব্য করার জন্য চর্চিত হয়ে আছেন। ইসলাম ধর্মগুরু হজরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত কথা বলার পর বাংলাদেশ, তুর্কি সহ ইসলাম ভিত্তিক দেশে ফ্রান্স বিরোধী আন্দোলন, কার্যকলাপ শুরু হয়েছিল ২০২০ সালে। মধ্যপ্রাচ্যের দেশে ফ্রান্স থেকে আমদানি করা পণ্যও বর্জন করা শুরু হয়েছিল। কিন্তু তাতেও পিছপা হননি এম্যানুয়েল। আর ওনার এই মন্তব্যের জন্য ভারতের কট্টর হিন্দুরা ওনাকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল।
বিশ্বশান্তির জন্য মন্দির নির্মাণের বিল পাশ করেছে ফ্রান্স এই দাবিটির সত্যতা যাচাই করার জন্য আমরা অনুসন্ধান শুরু করি।
প্রথমে ফ্রান্সের সরকারি ওয়েবসাইটে যাই এই ধরণের কোন বিল পাস্ হয়েছে কিনা দেখার জন্য। কিন্তু সেখানে এই ধরণের কোনো বিল না নোটিশের উল্লেখ আমরা পাইনি।

বিশ্বশান্তির জন্য মন্দির নির্মাণের বিল পাস্ করেছে এই দাবিটি মিথ্যে – এই ধরণের কোনো বিল আনেনি ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ
বিশ্বশান্তির জন্য মন্দির নির্মাণের কোনো নির্দেশ দেয়নি ফ্রান্স সরকার। ভাইরাল ফেসবুকের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে ও অযৌক্তিক। না ফ্রান্স সরকারের পক্ষ থেকে না কোনো মিডিয়া রিপোর্ট রয়েছে এই দাবিকে নিয়ে।
এরপর আমরা বিশ্বশান্তির জন্য মন্দির নির্মাণের বিল পাস করেছে ফ্রান্স এই পোস্টে এম্যানুয়েল ম্যাক্রোঁর যে ছবিটি দেওয়া হয়েছে তার আসল উৎসের সন্ধান করি। গুগল রিভার্স ইমেজ করার পর কিছু লিংক পাই। FOLHA DE S.PAULO নামের একটি ওয়েবসাইট থেকে আমরা এই ছবিটি পাই। ২০১৯ সালের অগাস্ট মাসে এই ছবিটি তোলা হয়েছিল ফ্রান্সের রাষ্ট্রদূত সম্মেলনের সময় যা আয়োজিত হয়েছিল প্যারিসের এলিসি প্যালেসে। ফ্রান্স গুয়ানা অঞ্চলে আমাজন বন সংরক্ষণের দাবিতে নিজের বক্তব্য পেশ করেন ফ্রান্স রাষ্ট্রপতি এম্যানুয়েল।

ছাড়াও এই ছবিটি Alamy.com থেকেও পাই। ছবিটির সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া রয়েছে।

Conclusion
বিশ্বশান্তির জন্য মন্দির স্থাপনের বিল পাস্ করেছে ফ্রান্স রাষ্ট্রপতি এম্যানুয়েল ম্যাক্রোঁ। আমাদের অনুসন্ধানে প্রমাণিত এই ধরণের কোনো বিল পাস্ করেননি ফ্রান্স সরকার। এই দাবিটি মিথ্যে।
Result- Fake
Our sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।