সোমবার, অক্টোবর 14, 2024
সোমবার, অক্টোবর 14, 2024

HomeFact Check২০১৯ সালের বুলবুল ঝড়ের সময়কালের কান্তি গাঙ্গুলির ছবি আমপান সাইক্লোনের নাম দিয়ে...

২০১৯ সালের বুলবুল ঝড়ের সময়কালের কান্তি গাঙ্গুলির ছবি আমপান সাইক্লোনের নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলো

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

দাবি: মানুষের পাশে দাঁড়ালেন সেই কান্তিবুড়ো – ক্যাপশনটি আমপানের পর সোশ্যাল মিডিয়াতে পুনরুজ্জীবিত হয়ে উঠেছে। সুন্দরবনের মানুষের নেতা কমরেড কান্তি গাঙ্গুলির কিছু ছবি ফেসবুক জুড়ে বেশ ভাইরাল হয়েছে, কোথাও দেখা যাচ্ছে তাকে ছাতা মাথায় দিয়ে ঝড়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নির্দেশ দিচ্ছেন রাস্তা ঠিক করার , আবার কোথাও বস্তা বস্তা চাল মজুত করতে দেখা যাচ্ছে যাতে সেগুলি আমপানে কবলিতদের সাহায্যে বিলানো যায়, আবার কোথাও রাস্তায় পরে থাকা গাছ কাটতে মানুষদের সাহায্য করছেন।  

https://www.facebook.com/TheSPOONDiaries/photos/basw.AbprTT1Oe31kMku3vpBV83CvScpYF1uLt6KEU47gArDXG0N1ZqrhrBBbeVOhOjCFpVS4xff9lixb3heOeNbu1L3dZ-Lc-0ZXjJjxuUs6mtQx__-FDOtDmnWdbW9waPRj-BKULX-3E1xuosLjypRxmw9K2EQcdIvE20VB1K8-_dltOg.125998819104974.125998775771645.125998869104969.3182259578471682.125998699104986.10220626234379807.125998735771649.547834639266701.3182259158471724/547834639266701/?type=1&opaqueCursor=Abr7bshie-FJhAqo4IU9fm0-yV1yo2QknsFsLe7YyWEvenOZXeakzeWVXud2WDlFMBrYMY-ixmvYHxMsjFZCGYxFMHK-YLQJKv1Meq70WNqfHOqDuuu5kzrKL_IF8wWLerQJIBDGuoo5cwpljx97c9LdFlXKPv0yoO9pZusX0RfgXC97BCVVJmkORLlliXVOWa0dw8Xa3Sl-Ehi6PGGjGBJGYtfGPoncN9soD5MhDBGYr96RqkbzRJRKPLvZIRPPQqA28RHkaNpYAM5mDZXl1tHhPBEOK9bBvfnGq_-VqzUboHdfUACnRRPVg_sum5D0xXXonF4ee77ekdvslhvIQxO37TrKhN8-2ghka_VuKwDwtAStngtUPZOe7Wm8w4-nRUOF_p3VGJ7jDhEo1qeYb58snYg1kQEjRMtCchIA8zZdlNE195MjXJduNjMsfAzIEH997WOiZrZy4GZVC7V2AnwFwpCtH9o7_-FgsST6B574rnDdz3rlEt4Aui4bB5UHApm-ATlYLrseDD7XI40-hClPLxr0xyNUefmMLVKhEin3aOdkJCyNxA6Pg-EH-TXJd-9r6ayA9DMKLY9OY0re1RiZLQwrFMBsnTKoyQmyia-efpop9lf_haFb5pbsxC2aqcgjOlf07yRnLF9lQwRtiFRQMapUjBi4IrBMbAU6TYiX1w&theater
https://www.facebook.com/photo.php?fbid=3148398181883860&set=pcb.3148398618550483&type=3&theater

বিশ্লেষণ: একদা বাংলার ম্যানগ্রোভ অঞ্চল, সুন্দরবনের উন্নয়নের বিধায়ক ছিলেন, আজ সেই পদ না থাকলেও তিনি মনে প্রাণে এখনো যে সুন্দরবনের মানুষ, প্রকৃতির জন্য ভাবেন তা প্রতিবার প্রমান করেন যখন এখন কার মানুষ গুলি বিপদে পরে। বয়েসের কারণে শরীর বাদ সাড়লেও মনের জোর ও সমাজকল্যাণে নিজেকে  অর্পণ করা কান্তি গাঙ্গুলী  বাঁধ মেরামতি থেকে শুরু করে, বৃষ্টিতে ক্ষতিগ্ৰস্ত রাস্তাকে তার আগের চেহারায় ফেরানো, ঝড়ে ভেঙে যাওয়া গাছ কাটা ও জলের তোরে ভেসে যাওয়া মাটির বাড়ির পুনঃনির্মাণ একা হাতে আজও  সামলান।  

আমপানের ঝড়ে তার যে ছবি গুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার মধ্যে কিছু ছবি ২০১৯ সালের বুলবুল ঝড়ের সময়ে তোলা।  একটি ফটো শেয়ার করা হয়েছে যেখানে তাকে ছাতা মাথায় দিয়ে কিছু লোকের সাথে কথা বলতে দেখা যাচ্ছে।  এই কে দেখে খটকা লাগার প্রধান কারণ হলো, কান্তি গাঙ্গুলীর  এই ছবিতে  তার মুখে মাস্ক বা কোনো ঢাকা দেখা যাচ্ছে না, যদিও তার অন্যান্য ছবি গুলিতে তাকে মাস্ক পরে থাকতে দেখা গেছে।  অন্য একটি কারণ হলো, আমপান ঝড় শুরু হয় সন্ধ্যের পর, ধীরে ধীরে তার বেগ বাড়তে থাকে, ১৩০ কিলোমিটার বেগে হাওয়া ও বৃষ্টি হলে কোনো মানুষের পক্ষেই বাড়ির বাইরে যাওয়া অসম্ভব।  কিন্তু তার এই ছবিটি রাতের বেলা তোলা হয়েছে।  

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করতেই আমাদের সামনে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ফেইসবুক পেজের কিছু লিঙ্ক খুলে যায়, সেখানে এই একই ছবি ছবি দেওয়া হয়েছে কিন্তু সালটি হলো ২০১৯ সালের নভেম্বর।  

https://www.facebook.com/cpimcc/posts/1324813117690365

২০১৯ সালের নভেম্বর মাসে বাংলার উপর আছড়ে পরে বুলবুল ঝড়।  গ্রাম বাংলার ক্ষতি গ্রস্ত ছবি ভয়াল এই ঝড়ের রূপটি আমাদের সামনে তুলে ধরেছিলো।  সেই সময়, সুন্দরবন উন্নয়নের প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলী রাস্তায় নেমে পরে ঝড়ে কবলিত মানুষ গুলিকে সহায়তার কাজে।  প্রয়োজনীয় ত্রাণ বিলি করা, মানুষের পাশে দাঁড়িয়ে বুলবুল ঝড়ের মোকাবিলা করা, সমস্ত কাজে অশক্ত শরীরের  এই কান্তি গাঙ্গুলিকে সাথে পেয়েছিলো সুন্দরবনের মানুষ। সুন্দরবন ও তার উপকূলবর্তী অঞ্চলে , রায়দীঘি পর্যন্ত এই কান্তিবুড়োর সাহায্যের হাত পৌঁছেছিল।  

কিছু কীওয়ার্ড দিয়ে খোঁজার পর আমরা আমপানের সময়কার কান্তি গাঙ্গুলির ছবি পাই।  যেখানে তাকে দেখা যাচ্ছে হলুদ রঙের মাস্ক পরে রাস্তায় নেমে পড়েছেন সমাজকল্যাণের কাজে।  

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ফেইসবুক পেজ থেকে আমরা কান্তি গাঙ্গুলির আমপানের সময়ের আসল ছবি গুলি পাই।

https://www.facebook.com/cpimcc/posts/1496577440513931

Kolkata 24×7, Bengal95, News wind এর পেজ থেকে আমরা আমপানে কান্তি গাঙ্গুলির নেতৃত্বে বাঁধ ও রাস্তা মেরামতির কাজের ভিডিও পাই। 

https://www.facebook.com/95bengal/videos/871192196711526/?q=kanti%20ganguly%20amphan&epa=SERP_TAB
https://www.facebook.com/PageNewsWind/posts/125999165771606

https://www.facebook.com/kolkata24x7/videos/325281845110140/?v=325281845110140

 আমপানে বিধস্ত অঞ্চলগুলিতে সাহায্য কাজে এগিয়ে আসা কান্তি গাঙ্গুলিকে নিয়ে কিছু খবর আমরা পাই আজবাংলা, সংবাদ প্রতিদিন  থেকে।  

আমপানের নাম দিয়ে ছাতা মাথায় দিয়ে রাতের বেলার কোনটি গাঙ্গুলির যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি আসলে বুলবুল ঝড়ের সময়ে তোলা।  

ফলাফল:অপ্রাসঙ্গিক ছবি 

ব্যবহৃত টুলস:

  • Google reverse iamge search
  • Media report

(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular