শুক্রবার, ডিসেম্বর 20, 2024
শুক্রবার, ডিসেম্বর 20, 2024

HomeFact Checkকলকাতার মা ফ্লাইওভার - এর ছবি ভুল ভাবে উত্তর প্রদেশের বলে ছাপলো...

কলকাতার মা ফ্লাইওভার – এর ছবি ভুল ভাবে উত্তর প্রদেশের বলে ছাপলো জনপ্রিয় সংবাদপত্র

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

জনপ্রিয় সংবাদপত্র The Indian Express তাদের প্রথম পাতায় উত্তর প্রদেশের সরকারের উন্নয়নের নামে একটি ফ্লাইওভারের ছবি ছেপেছিলো। কিন্তু ফ্লাইওভারের গায়ে দেখা যাচ্ছে নীল-সাদা রং যা কলকাতার ফ্লাইওভার, রাস্তার রেলিংয়ে দেখা যায়।

সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী, সাংসদ মিমি চক্রবর্তী, যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তী, তৃণমূলের মুখপাত্র ডেরেক-ও-ব্রায়েন টুইটারে The Indian Express এর এই ছবিটি পোস্ট করে কলকাতার বিখ্যাত মা ফ্লাইওভারের ছবি অনৈতিক ভাবে ব্যবহার করার জন্য যোগী সরকারের তুলোধোনা করেছে।

Fact-check / Verification

বাইপাস থেকে পার্কসার্কাসের দিকে এগিয়ে চলা মা ফ্লাইওভারের ছবি উত্তর প্রদেশের নামে প্রকাশিত হওয়ার পর থেকে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল ও সিপিআইএম। বামেদের দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের সময়ে এই উড়ালপুলের প্রস্তাবনা হয় যার পূর্ব নাম ছিল পরমা কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে প্রস্তাবনা আগে করলেও কাজ শেষ হয় তৃণমূলের সময়েই। মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হওয়ার পর উড়ালপুলটির নাম পরিবর্তন করে মা ফ্লাইওভার করা হয়

Alamy Stock image

বঙ্গের বিজেপির তরফ থেকে এই উড়ালপুর বিভ্রাটের জন্য কোনো মন্তব্যে সামনে না এলেও, কালই The Indian Express টুইট করে তাদের এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তাদের টুইট অনুসারে মার্কেটিং টিমের ভুলের কারণে এই ছবিটি ছাপা হয়েছে। রাজ্যের দীর্ঘতম এই ফ্লাইওভারের ছবি ভুল ভাবে ব্যবহারের জন্য যদিও তৃণমূল, কংগ্রেস লাগাতার কটাক্ষ করেছে যোগী সরকারকে।

Conclusion

গতকাল The Indian Express এর প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে কলকাতার দীর্ঘতম উড়ালপুর মা ফ্লাইওভার – এর ছবি ভুল করে উত্তর প্রদেশের নামে ছাপা হয়েছে। উত্তর প্রদেশে যোগী সরকারের উন্নয়নের ছবি স্বরূপবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্বোধন করা উড়ালপুলের ছবি প্রকাশিত হয়েছে। যদিও এই অনিচ্ছাকৃত ভুলের জন্য Express ক্ষমা চেয়েছে।

Result – Fake

Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular