রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: মহারাষ্ট্রের কোলাপুরে মাদ্রাসার পড়ুয়াদের ভিডিও রোহিঙ্গা তকমা সমেত ছড়ালো সোশ্যাল...

Fact Check: মহারাষ্ট্রের কোলাপুরে মাদ্রাসার পড়ুয়াদের ভিডিও রোহিঙ্গা তকমা সমেত ছড়ালো সোশ্যাল মিডিয়াতে 

Authors

An enthusiastic journalist, researcher and fact-checker, Shubham believes in maintaining the sanctity of facts and wants to create awareness about misinformation and its perils. Shubham has studied Mathematics at the Banaras Hindu University and holds a diploma in Hindi Journalism from the Indian Institute of Mass Communication. He has worked in The Print, UNI and Inshorts before joining Newschecker.

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim: কোলাপুরের কাছে একটি ট্রাক আটক করা হয়েছে যেখানে ৬৩জন রোহিঙ্গা কিশোর পাওয়া গিয়েছে
Fact: বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে , তাই উদ্ধার করা বাচ্চাদের পরিচয় এখনো স্পষ্ট নয়

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে পুলিশের আটক করা ট্রাক থেকে ফেজটুপি পড়া কিশোরদের নামানো হচ্ছে। দাবি করা হয়েছে কোলাপুরের কাছে একটি ট্রাক আটক করা হয়েছে যেখানে ৬৩জন রোহিঙ্গা কিশোর পাওয়া গিয়েছে। এদের জিজ্ঞেস করার পর বলেছে এরা নাকি বিহারের, যদিও এদের কাছ থেকে পশ্চিমবঙ্গের ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। আরো বলা হচ্ছে এই ‘রোহিঙ্গা’ কিশোরদের বাংলাদেশে থেকে পশ্চিমবঙ্গের মাধ্যমে সারা ভারতে ছড়িয়েছে দেওয়া হচ্ছে। 

Courtesy: Facebook/ Hindu Jagaran Mancha Mayna
Courtesy: Facebook/ dilipsaha.saha.10

ফেসবুকের সাথে সাথে এই ভিডিওটি আমাদের হোয়াট্সঅ্যাপেও(9999499044)এসেছে।  

Fact check / Verification 

মহারাষ্ট্রের কোলাপুরে মাদ্রাসার পড়ুয়াদের ভিডিও রোহিঙ্গা তকমা সমেত ছড়ালো সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল এই ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য আমরা গুগলে কীওয়ার্ড দিয়ে আমাদের অনুসন্ধান শুরু করি। এই পর্যায়ে আমরা ABP Manjhaর রিপোর্ট পাই। জানিয়ে রাখি এই রিপোর্টে যে ভিডিওটি রয়েছে তার সাথে রোহিঙ্গা ডিসবিতে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

১৭ই মে ২০২৩ এর রিপোর্টে বলা হয়েছে,কোলাপুরের কাছে একটি ট্রাক আটক করেছে পুলিশ। এই ট্রাকে মহারাষ্ট্রের আজরার এক মাদ্রাসার পড়ুয়া, যারা ছুটির জন্য বাড়িতে গিয়েছিলো। 

India TVর রিপোর্টে জানতে পারি ৬৩জন বাচ্চার একটি ট্রাক কোলাপুর পুলিশ আটক করে। এই বাচ্চারা পশ্চিমবঙ্গ ও বিহারের থেকে কোলাপুরে এসেছিলো। ভিডিওটির এই বিস্তারিত বিষয়টি হলো -কোলাপুরের স্থানীয় এক মাদ্রাসার ৬৩বাচ্চাদের একটি ট্রাকে পেয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে। প্রতিটি বাচ্চাদের তল্লাশি করে পুলিশ আধার কার্ড ও পরিচয়পত্রও পেয়েছে। বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা স্থানীয একটি মাদ্রাসার পড়ুয়া, গরমের ছুটির কারণে তারা তাদের বাড়িতে গিয়েছিলো। ফেরার সময় তাদের ট্রাক আটক হয়। তাদের সাথে কথা বলার পর মাদ্রাসার মৌলবীকে আনা এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও পুলিশ একটি এনজিও সংস্থাকে এই বাচ্চাদের যাবতীয় তথ্য দিয়েছে।এই বিষয়টিকে নিয়ে অনুসন্ধান এখনো চলছে। 

এই রিপোর্ট ছাড়াও আমরা IANS TVর ১৮ই মের রিপোর্ট পাই। রিপোর্ট অনুযায়ী, একটি ট্রাকে এতো বাচ্চাদের দেখে পুলিশ আটক করে ট্রাক ও ট্রাকের চালককে। পুলিশের বক্তব্য অনুযায়ী প্রথমে দেখে মনে হয়েছে বাচ্চা পাচারকারীদের ট্রাক এটি যেখানে ট্রাকে ভোরে বাচ্চাদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু অনুসন্ধানে উঠে আছে এরা, বিহার ও বাংলা থেকে মহারাষ্ট্রের কোলাপুরের মাদ্রাসায় পড়তে এসেছে। গরমের ছুটি পড়ে তারা বাড়িতে গিয়েছিলো। ভিডিওটিতে কোলাপুরের সুপারিনটেন্ডেন্ট মঙ্গেশ চাভান উপস্থিত আছেন। 

এই ভিডিওটিকে নিয়ে এর থেকে বেশি কোনো তথ্য আমরা পাইনি, কারণ পুলিশের অনুসন্ধান এখনো জারি রয়েছে। যদিও এই ট্রাকের বাচ্চাদের রোহিঙ্গা বলা হয়েছে এই দাবিটি সঠিক নয়। আমরা কোলাপুর পুলিশের সাথে যোগাযোগ রাখছি। বিস্তারিত তথ্য পেলে আমরা তা এই প্রতিবেদনে উল্লেখ করবো। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মহারাষ্ট্রের কোলাপুরে মাদ্রাসার পড়ুয়াদের ভিডিও রোহিঙ্গা তকমা সমেত ছড়ালো সোশ্যাল মিডিয়াতে। কোলাপুরের কাছে একটি ট্রাক আটক করা হয়েছে যেখানে ৬৩জন রোহিঙ্গা কিশোর পাওয়া গিয়েছে এই দাবিটি সঠিক নয়। 

(এই ফ্যাক্ট-চেকটি Newschecker Hindiতে প্রকাশিত হয়েছে)

Result: Missing Context 

Our Sources
Video Uploaded by ABP Majha Youtube Channel on May 17, 2023
Report Published at India TV on May 18, 2023
Video Uploaded by IANS Youtube Channel on May 18, 2023


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

An enthusiastic journalist, researcher and fact-checker, Shubham believes in maintaining the sanctity of facts and wants to create awareness about misinformation and its perils. Shubham has studied Mathematics at the Banaras Hindu University and holds a diploma in Hindi Journalism from the Indian Institute of Mass Communication. He has worked in The Print, UNI and Inshorts before joining Newschecker.

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular