সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি বৃদ্ধের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে মক্কায় নামাজ পড়তে গিয়ে চোখের দৃষ্টি ফিরে পেলেন মিশরীয় বৃদ্ধ। ভাইরাল ভিডিওটির সাথে ক্যাপশনে লেখা হয়েছে ‘ মিশরের একজন অন্ধ লোক মক্কা শরীফে তারাবির নামাজ পড়তে ছিলেন হঠাৎ উনার চোখের জ্যোতি ফিরে আসে, উনি আল্লাহর শুকর আদায় করে চেঁচিয়ে উঠলেন.’
ফেসবুকে এই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।



Crowdtangle এর ডেটা অনুসারে এই ভিডিওতে রয়েছে ১৪৩,৪৬৫ টি ইন্টারঅ্যাকশন।

ফেসবুকের সাথে টুইটারেও এই ভিডিওটি ছড়িয়েছে।
এপ্রিলের শুরুতে আরম্ভ হয়েছিল পবিত্র রমজান মাসের রোজা পালন। এই সময় অনেক ধর্মপ্রাণ মুসলিম মক্কায় আসেন নামাজ পরে আল্লাহের দোয়া পেতে।
Fact check / Verification
মক্কায় নামাজ পড়তে গিয়ে চোখের দৃষ্টি ফিরে পেলেন মিশরীয় বৃদ্ধ দাবিটির সত্যতা যাচাই করার জন্য প্রথমে ভিডিওটিকে কিছু কিফ্রেমে ভাগ করে নিয়ে আমাদের অনুসন্ধান শুরু করি। গুগলে রিভার্স ইমেজ করার পর আমরা ২০১৬ সালের ৮ই জুনের Albawaba ও ৯ই জুনের Zee TVর রিপোর্ট পাই। পবিত্র রমজান মাসে রোজা পালন করা হয়। ভোরের সূর্য ফোটার আগে খেয়ে নিতে হয় তারপর আবার সন্ধ্যে বেলায় রোজা ভেঙে ইফতার চলে। এই সময় পাঁচ বারের নামাজ পড়াকেও অনেকেই মেনে চলে।
ভাইরাল ভিডিও যেখানে বলা হয়েছে মক্কায় নামাজ পড়তে গিয়ে চোখের দৃষ্টি ফিরে পেলেন মিশরীয় বৃদ্ধ দাবিটি আসলে মিথ্যে। জানা গিয়েছে সে হটাৎ আল্লাহের উদ্দেশ্যে চিৎকার শুরু করলে তার আশেপাশে থাকা মানুষজন তাকে অভিনন্দন জানায়। কিন্তু আসল ঘটনা অন্য। সে একজন পাকা হাতের চোর যে মক্কায় আসা দর্শনার্থীদের মোবাইল, টাকার ব্যাগ চুরি করে।

মক্কায় নামাজ পড়তে গিয়ে চোখের দৃষ্টি ফিরে পেলেন মিশরীয় বৃদ্ধ দাবিটি মিথ্যে
আমরা সৌদি আরবের সাংবাদিক সামিরা আজিজের সাথে যোগাযোগ করি এই ঘটনার বিষয়ে আরো গভীর তথ্য পাওয়ার জন্য। এই ভিডিওটি সংক্রান্ত সৌদি আরবের সংবাদপত্রের কিছু রিপোর্ট পাঠান এবং জানান যে এই রিপোর্ট গুলোতে কি লেখা রয়েছে তাও জানান। এই রিপোর্ট Madina News, Akhbarona তে এই খবরটি ২০১৬ সালের জুন মাসে প্রকাশিত হয়েছিল। প্রত্যেকটি রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে এবং দৃষ্টিহীন বলে দাবি করা হয়েছে তার কাছে পুলিশ একটি চটি ছুড়ি, পেয়েছিলো।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে মক্কায় নামাজ পড়তে গিয়ে চোখের দৃষ্টি ফিরে পেলেন মিশরীয় বৃদ্ধ দাবিতে ভাইরাল ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে একজন চোর।
Result: False Context / False
Our sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।