Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
সম্প্রতি একটি দাবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে পাঁঠার মাংস থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস। বলা হচ্ছে যে মুরগি নয়, ছাগল গোত্রীয় প্রাণীর মধ্যে পাওয়া গেছে করোনার ভাইরাস।
২০২০ সালে প্রথম যখন কোবিড রোগের সূত্রপাত হয় তখন অনেকেই মনে করেছিল যে পোল্ট্রি জাতীয় খাবার থেকে, মাংস, ডিম থেকে ছড়ায় করোনা ভাইরাস।
করোনা ভাইরাস কি ভাবে ছড়ায় তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল ভারতীয়দের মধ্যে। কোবিড ভারতে বিস্তার করার পর থেকে অনেকেই মনে করতে থাকে যে সাধারণ সর্দি-কাশি হওয়া মানেই সেই ব্যক্তির করোনা হয়েছে। প্রতিদিন সকালে রোদে দাঁড়ালে বা গরম জলে স্নান করলে করোনা হবে না। অথবা ঘরোয়া উপায়ে তুলসী, আদা ,লেবুতে কাবু করা যাবে করোনা ভাইরাসকে।
এই রকমই মুরগির মাংস খেলে ছড়াতে পারে কোবিড-১৯ এর ভাইরাস মনে করে অনেকেই মুরগির মাংস, ডিম্ খাওয়া কিছু দিনের মতো পরিত্যাগ করেছিল কিন্তু WHO এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রক থেকে বারংবার বলেছে এই সব ভুল ধারণা- মাংস খেলে বা ঘরোয়া টোটকা মেনে চললে মিলতে পারে করোনার হাত থেকে রেহাই।
আরও পড়ুন :ইসলামিয়া হাসপাতালে শুধু মাত্র মুসলিমদের চিকিৎসা হবে?
পাঁঠার মাংস থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস এই দাবিটি নিয়ে আমাদের যথেষ্ট সংশয় ছিল, কারণ গত বছর যখন এই একই দাবি উঠেছিল যে মুরগির মাংস থেকে করোনা হতে পারে, তখন এই ধারণাটিকে অবাস্তব বলে প্রমাণিত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও FSSAI। উপরোক্ত পোস্টটিতে বলা হয়েছে মুরগির মাংস নয়, বরং পাঁঠার মাংস থেকে ছড়াতে পারে করোনা। এই দাবিটির সত্যতা জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি।
পাঁঠার মাংস থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস এই দাবিটি মিথ্যে প্রমাণিত হয়েছে আমাদের অনুসন্ধানে। গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর আমরা Food Safety and Standards Authority of India, Firstpost, Times of India র প্রকাশিত রিপোর্ট পড়ে জানতে পারি এই দাবিটি ভুল। করোনা ভাইরাস মুরগি বা ছাগল জাতীয় কোনো প্রাণীর শরীরে থাকে না। ঠিক পদ্ধতিতে পাঁঠার মাংস রান্না করে খেলে তা মানব দেহের জন্য পুষ্টির পরিমান বাড়াবে।
FSSAI এর প্রধান ডঃ GSG Ayyangar জানিয়েছেন এমন কোথাও প্রমান পাওয়া যায়নি যে করোনা ভাইরাস মুরগি, পাঁঠার মাংস থেকে ছড়ায়। এই দাবিটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক।
Times of India র রিপোর্টে বলা হয়েছে কোবিড-১৯ শ্বাস-প্রশ্বাস জনিত একটি সমস্যা, যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং সঠিক চিকিৎসা ও শরীরে রোগ প্রতিরোধের অভাবে রোগীর মৃত্যু হয়। করোনা ভাইরাস মুরগি বা পাঁঠা জাতীয় মাংস খেলে কখনোই ছড়ায় না।
করোনা ভাইরাস নিয়ে ভাইরাল দাবি পাঁঠার মাংস থেকে ছড়াচ্ছে করোনা, এই দাবিটি ভুল। এই দাবিটির কোনো বৈজ্ঞানিক প্রমান এখনও পাওয়া যায়নি।
FSSAI-https://www.fssai.gov.in/upload/media/FSSAI_News_Corona_Herald_09_03_2020.pdf
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025
Tanujit Das
January 29, 2025