Fact Check
Fact Check: তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পকে কেন্দ্র করে অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ালো সোশ্যাল মিডিয়াতে

সম্প্রতি তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে সিসিটিভি ফুটেজে ভিডিও ভাইরাল হয়েছে যা এই কম্পনের সাথে সম্পর্কিত বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়ানো একটি গাড়ি চোখে পড়ছে, ভূমিকম্পের কারণে রাস্তায় দাঁড়ানো মানুষজন সুরক্ষিত স্থান খুঁজছে, কেউ আবার রাস্তায় বসে পড়ছে, কেউ রাস্তার ধারে লাইটপোস্ট ধরে দাঁড়িয়ে আছে। ভিডিওটিকে ঘিরে দাবি করা হয়েছে এটি তুরস্কের ভূমিকম্পের সিসিটিভি ভিডিও।


Fact check / Verification
তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পকে কেন্দ্র করে অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ালো সোশ্যাল মিডিয়াতে। তুরস্কের ভূমিকম্পের সিসিটিভি ফুটেজ বলে দাবি করা ভিডিওটি নেপালের ভূমিকম্পের।
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা একটি ব্লগের লিংক পাই। এখানে এই ছবিটি রয়েছে এবং ছবিতে ২৫-০৪-২০১৫ তারিখ দেখা যাচ্ছে। নেপালে ২০১৫ সালের ২৫শে এপ্রিল রিখটার স্কেলে ৮মাত্রার ভূমিকম্প হয়েছিল। সাধারণ মানুষের মৃত্যুর সাথে সাথে বেশকিছু পুরাতন ঐতিহ্যমন্ডিত স্থানও ধ্বংস্তূপে পরিণত হয়েছিল।

এই সিসিটিভি ফুটেজ সম্পর্কিত অন্য ভিডিও খোঁজার সময় আমরা Mega curioso নামের একটি ইউটিউব ভিডিও পাই। নেপালকে বিধস্ত করে দেওয়া ভূমিকম্পের কিছু কিছু ভিডিও এখন দেওয়া হয়েছে। ৭মিনিট ২১সেকেন্ডের মাথায় এই ভিডিওটি পাই।
আমরা দেখেছি তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের দাবিতে যে সিসিটিভি ফুটেজের ভিডিওটি ছড়িয়েছে তার সাথে নেপালের ভূমিকম্পের আসল ভিডিওটির সাদৃশ্য রয়েছে। যেমন রাস্তার পাশে গাছের টব, রেলিং ধরে দাঁড়ানো ব্যক্তি, দাস গাড়ি, বাইকে একজন পুরুষ ও মহিলা আরো অনেক কিছু।

ইউটিউব থেকে আমরা Kantipur TV HD নামের চ্যানেল থেকেও এই ভিডিওটি পাই। ৭ বছর আগে এই ভিডিওটিকে ইউটিউবে আপলোড করা হয়েছিল। ভিডিওটির সাথে লেখা হয়েছে ‘CCTV footage of Thapathali during Earthquake on 25 April 2015’ .অর্থাৎ ভিডিওটি নেপালের ২০১৫ সালের ভূমিকম্পের।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পকে কেন্দ্র করে অপ্রাসঙ্গিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আসল ভিডিওটি নেপালের ২০১৫ সালের ভূমিকম্পের যা পুনরায় তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের আবহে ভুল দাবি সমেত ছড়িয়েছে।
Result: False
Our Sources
blogs.agu.org, 2015, 29 May
YouTube Video, Mega curioso
YouTube Video, kantipur TV HD, 19 May 2015
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।