শনিবার, সেপ্টেম্বর 14, 2024
শনিবার, সেপ্টেম্বর 14, 2024

HomeFact Checkমেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার? পুরোনো ভিডিও বিশ্বকাপের আবহে...

মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার? পুরোনো ভিডিও বিশ্বকাপের আবহে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আবহে ভাইরাল দাবি মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার। এই দাবির সাথে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে টিভিতে বিশ্বকাপের ফাইনাল খেলায় মেসির গোল দেখে উল্লাসে ফেটে পড়েছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। 

মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার image 1
Courtesy: Facebook/ Soujit123
মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার image 2
Courtesy: Facebook/ Rupam Chowdhury

১৯৮৬ সালের পর এই বছরের বিশ্বকাপ হাতে দেশে ফিরেছেন মেসি ও ওনার সতীর্থরা। ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার হাতে শেষ বারের মতো আর্জেন্টিনা দেখেছিলো সোনার ট্রফি। এবার সেই ট্রফি হাতে দেশে ফিরলেন আর্জেন্টিনার ফুটবলের অন্য নক্ষত্র লিও মেসি। 

Fact check / Verification

মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার ভিডিওটির সত্যতা জানার জন্য আমরা প্রথমে কিছু কীওয়ার্ড যেমন ‘Neymar’ ‘celebration’ ‘in front of TV’ দ্বারা অনুসন্ধান শুরু করি। এই পর্যায়ে আমরা একটি ইউটুউবের ভিডিও পাই। ৭ মাস আগের এই ভিডিওটির টাইটেলে লেখা রয়েছে ‘Neymar reaction to Mbappe’s goal in front of his TVঅর্থাৎ ভিডিওটি বিশ্বকাপের নয়, ফ্রান্সের কিলিয়ান এমবাপের গোলের মুহূর্তের। 

এই সূত্র ধরে আমরা আরো কিছু কীওয়ার্ড যুক্ত করি যেমন ‘MBappe’ ‘Goal’ ‘Neymar’ এবং গুগলে এই কীওয়ার্ড গুলো লিখে খোঁজার পর আমরা ESPN FCর ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারির ফেসবুক ভিডিও পাই। জানিয়ে রাখি এই ভিডিওটি  ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর নেইমারের উল্লাসের নামে যে ভিডিওটি ফেসবুকে পোস্ট হয়েছে তা এক। ESPN FC র এই ভিডিওটির সাথে লেখা রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এমবাপে গোল করার পর নিজের আনন্দকে আর ধরে রাখতে পারেননি নেইমার। 

মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার image 3
Screenshot from ESPN FC


গুগলে খোঁজার পর Metro.co.uk এর ১৩ই ফেব্রুয়ারি ২০১৯ সালের রিপোর্ট পাই। পায়ে গুরুতর চোটের কারণে ২০১৯ সালের PSGর হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগ খেলতে পারেননি বিশ্বে অন্যতম দামি ফুটবলার নেইমার। কিন্তু মাঠে না থাকলেও চিকিৎসার কারণে প্যারিসে নিজের বাড়িতে সেই দিনের খেলা দেখেছিলেন নেইমার এবং PSGর জয়ের পর উল্লাসে ফেটে পড়েন বছর তিরিশের ব্রাজিলিয়ান ফুটবল তারকা।

মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার image 4
Screenshot is taken from Metro.co.uk

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লীগের সময়ের। যখন ম্যাঞ্চেস্টারের বিপক্ষে গোল করেন এমবাপে। 

Result : False 

Our Sources

Metro.co.uk report of 13th feb 2019
ESPN FC facebok post 2019


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular