Fact Check
Weekly Wrap: নুপূর শর্মার নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের আবহে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর সত্যতা জানুন

ফেসবুকে সম্প্রতি নুপূর শর্মারকে(Nupur sharma) নিয়ে বেশ কিছু দাবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে পয়গম্বর সম্পর্কে বিবাদিত বয়ান দেওয়ার পর কোথাও ওনার সমর্থনে হিন্দুরা রাস্তায় নেমেছেন, আবারো কোথাও দাবি করা হয়েছে ক্ষিপ্ত জনতা নুপূরের বাড়ির ঘেরাও করেছে। আজকের Weekly Wrap এর জানুন সেই সমস্ত দাবির সত্যতা।

নবীকে নিয়ে নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার নিজের বক্তব্য রাখলেন শেখ হাসিনা? ফেসবুকে ভাইরাল বিভ্রান্তিকর দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত ফেসবুকে নবীকে নিয়ে নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার নিজের বক্তব্য রাখলেন শেখ হাসিনা এই দাবিতে ছড়ানো ভিডিওটি গত বছর কুমিল্লায় দুর্গাপুজোকে ঘিরে তৈরি হওয়া অশান্তির সময়ের।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পড়ুন এখানে

ক্ষিপ্ত জনতা নুপূর শর্মার বাড়ি ঘেরাও করেছে? ফেসবুকে ভাইরাল অপ্রাসঙ্গিক ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে নবীকে নিয়ে কটূক্তি করার পর ক্ষিপ্ত জনতা নুপূর শর্মার বাড়ি ঘেরাও করেছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ওড়িশার ভদ্রকের। জানুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচনে OBC সম্প্রদায়ের আসন সংরক্ষণের দাবিতে এই বিক্ষোভ হয়েছিল।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পড়ুন এখানে

নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর দিল্লির মার্কেটে গণপিটুনি খেলেন নুপূর শর্মা?
ফেসবুকে নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর দিল্লির মার্কেটে গণপিটুনি খেলেন নুপূর শর্মা দাবিতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা ২০০৮ সালের দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের ABVP সদস্যদের বিক্ষোভের ছবি।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পড়ুন এখানে

নুপূর শর্মার সমর্থনে এবার পথে নামলেন হিন্দুরা ? ফেসবুকে ভাইরাল অপ্রাসঙ্গিক ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে নুপূর শর্মার সমর্থনে এবার পথে নামলেন হিন্দুরা দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা নয়ডার হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রার ভিডিও।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পড়ুন এখানে

পয়গম্বর বিতর্কে বঙ্গের উত্তপ্ত পরিস্থিতির আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের ২০২১ সালের এবং গুজরাটের ২রা জুনের একটি রাসায়নিক উৎপাদনের কোম্পানিতে বিস্ফোরণের ভিডিও হাওড়ার বিক্ষোভের নামে ছড়িয়েছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পড়ুন এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।