মঙ্গলবার, অক্টোবর 15, 2024
মঙ্গলবার, অক্টোবর 15, 2024

HomeFact CheckPoliticsসবুজ সাথী সাইকেলের পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো ফেসবুকে

সবুজ সাথী সাইকেলের পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো ফেসবুকে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি ফেসবুকে শুভঙ্কর নামের একটি পেজ থেকে আগাছায় ভরা সাইকেলের ছবি পোস্ট করে দাবি করা হয়েছে ‘ সবুজ সাথী আজ সবুজে ভরপুর।’

সবুজ সাথী সাইকেলে image 1
Archive link – https://archive.vn/uuGmZ
সবুজ সাথী সাইকেলে image 2
Facebook link

পোস্টটিতে এখনও পর্যন্ত তিন হাজার একশজন লাইক পড়েছে এবং এক হাজার ছয়শো জন শেয়ার করেছে।

Fact-check / Verification

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অন্যতম স্বপ্নের প্রকল্প হলো ‘সবুজ-সাথী’ .২০১৫ সালে জঙ্গলমহলের ছাত্রীদের সাইকেল বিলি করার মাধ্যমে শুরু হয়েছিল সবুজ সাথীর যাত্রা।এর পর রাজ্যসরকার চালিত বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী ও মাদ্রাসাতেও ছাত্র ছাত্রী নির্বিশেষে সকলের জন্য শুরু হয় সবুজ সাথীর সাইকেল বিলি। ২০২০ সালে রাষ্ট্রপুঞ্জে ১৬০০টি প্রকল্পের মধ্যে থেকে সেরার শিরোপা ছিনিয়ে আনে মমতা ব্যানার্জীর সবুজ-সাথী।

ফেসবুকে সবুজ-সাথী সাইকেলের যে ছবিটি পোস্ট করা হয়েছে সেটি কোন সালের এবং কথার ঘটনা জানার জন্য শুরু করি অনুসন্ধান। রিভার্স ইমেজ করার পর আমার The TelegraphNews ১৮ বাংলার রিপোর্ট পাই।

সবুজ-সাথী সাইকেলের এই ছবিটি ২০১৭ সালের যা এখন আবার বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়িয়েছে

সবুজ-সাথী সাইকেলকে নিয়ে দাবি করা হয়েছে ব্যবহার করা হয়নি তাই আজ সবুজ সাথী সাইকেলে ভরে উঠেছে আগাছা- আসলে এই ছবিতো ২০১৭ সালের। প্রাপ্ত রিপোর্ট অনুসারে উত্তর-দিনাজ পুরের রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ হাই স্কুলের মাঠে সাত-আট মাস ধরে পড়েছিল মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প সবুজ সাথীর প্রায় দুই হাজার সাইকেল। মহারাজ জগদীশনাথ স্কুলের মাঠে মাসের পর মাস ধরে এই সাইকেলগুলো পরে থাকার কারণে বিদ্যালয়ের অন্যান্য কর্মসূচি যেমন পিটি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানেও ব্যাঘাত পড়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত পাল।

সবুজ সাথী সাইকেলে image 3

সবুজ-সাথীর অব্যবহৃত সাইকেল গুলোর সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য রায়গঞ্জের ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ।

সবুজ সাথী সাইকেলে image 4

Conclusion

ফেসবুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর চালু করা প্রকল্প সবুজ-সাথীকে নিয়ে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সারি দিয়ে রাখা সাইকেলে গজিয়ে উঠেছে আগাছা আর এর সাথে দাবি করা হয়েছে এই ছবিটি এখনকার। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ছবিটি ২০১৭ সালের উঃ দিনাজপুরের রায়গঞ্জের। বর্তমানে ছবিটি বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়িয়েছে।

Result- Misleading

Our sources

The Telegraph- https://bengali.news18.com/news/north-bengal/about-two-and-a-half-thousand-cycles-of-sabuj-sathi-are-destroyed-154524.html

News 18 Bangla- https://bengali.news18.com/news/north-bengal/about-two-and-a-half-thousand-cycles-of-sabuj-sathi-are-destroyed-154524.html

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular