শনিবার, এপ্রিল 27, 2024
শনিবার, এপ্রিল 27, 2024

HomeFact CheckFact Check: দুর্লভ শঙ্খপুস্প ৫০ বছরে একবার মহীশূর রাজবাড়িতে ফোঁটে? জানুন সত্যতা 

Fact Check: দুর্লভ শঙ্খপুস্প ৫০ বছরে একবার মহীশূর রাজবাড়িতে ফোঁটে? জানুন সত্যতা 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim: দুর্লভ শঙ্খফুল যা ৫০ বছরে একবার ফোঁটে মহীশূরের রাজবাড়িতে এবং একবছর গন্ধ থাকে 
Fact: এটি সমুদ্রের প্রবাল শামুক ধরণের, সোশ্যাল মিডিয়াতে যে দাবিটি করা হয়েছে তা ভুল 

ফেসবুকে সম্প্রতি একটি ফুলের ছবি ভাইরাল হয়েছে যাকে ঘিরে দাবি করা হচ্ছে – দুর্লভ শঙ্খপুস্প ৫০ বছরে একবার মহীশূর রাজবাড়িতে ফোঁটে। সাথে আরো বলা হয়েছে এই ফুলের নাকি গন্ধ একবছর থাকে। 

শঙ্খপুস্প ৫০ বছরে একবার মহীশূর image 1
Courtesy: Facebook/ekolkatacocktail

Fact check/ Verification 

 দুর্লভ শঙ্খপুস্প ৫০ বছরে একবার মহীশূর রাজবাড়িতে ফোঁটে এই দাবিটি মিথ্যে, কারণ ফুলটি সমুদ্রের নিচে ফোঁটে। 

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করায় আমরা Reddit এর লিংক পাই, যেটি ৫ বছর আগে পোস্ট করা হয়েছিল। এখানেও ফুলের ছবির সাথে বলা হয়েছে এই ফুলটি, ৫০ বছরে একবার মহীশূরের রাজবাড়িতে ফোঁটে। এখানে কমেন্টবক্সে একজন লিখেছে – ‘জাল, এটি Sea Snail বা সামুদ্রিক প্রবাল শামুক’.

শঙ্খপুস্প ৫০ বছরে একবার মহীশূর image 2
Screenshot from Reddit

এই সূত্র ধরে গুগলে ‘sea snail flower’ কথাটি লিখে খোঁজার পর বেশকিছু শামুকের ছবি ও সাথে এই ফুলের ছবিটি পাই। @ferrisjabr নামের টুইটার প্রোফাইল পাই যেখানে এই ফুলটির ছবি ২০১৭ সালের ১০ই জুন টুইট করে বলা হয়েছে – ‘Sea snail from the genus Hirtomurex’ . 

গুগলে Genus Hirtomurex লিখে খোঁজার পর জানতে পারি এটি মূলত একটি সামুদ্রিক শামুক বা সামুদ্রিক প্রবাল শামুক। শঙ্খের মতো দেখতে এবং গায়ে সাদা ফুলের পাপড়ির মতো এই প্রবালটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পাওয়া যায়।এর বিজ্ঞানসম্মত নাম – Hirtomurex, এই সামুদ্রিক শামুকটি মূলত Muricidae প্রজাতির। এখানে এই প্রবালের আরো ছবি দেখা যেতে পারে। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে দুর্লভ শঙ্খপুস্প ৫০ বছরে একবার মহীশূর রাজবাড়িতে ফোঁটে এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে একটি সামুদ্রিক প্রবাল শামুক। 

Result: False

Our Sources
Reddit
Twitter Post
Google Search


Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular