ফেসবুকে সম্প্রতি মুসলিম মহিলাদের ভজন গাওয়ার ভিডিও ছড়িয়েছে যেটিকে ঘিরে দাবি করা হয়েছে কিছু মুসলিম মহিলারা দুবাইয়ের মসজিদে রাম ভজন গাইছে, সাথে তাদের স্বামীরাও ছিলেন। মসজিদে উপস্থিত শেখরাও হাততালি দিয়ে তাদের অভিবাদন জানাচ্ছে।
ফেসবুকে এই ভিডিওটিকে ৬১ হাজার বার দেখা হয়েছে, তিন হাজারেরও বেশিবার শেয়ার করা হয়েছে এবং এক হাজার ছয়শো জন লাইক করেছে। এখানে ফেসবুকের কিছু স্ক্রিনশট দেওয়া হলো-



Fact check / Verification
ভিডিওটি সম্পর্কে তথ্য জানার জন্য ভিডিওটিকে কীফ্রেমে ভাগ করে নিই, তারপর অনুসন্ধান চালাই। এই পর্যায়ে আমাদের কাছে Colombo Telegraph এর একটি লিংক পাই। ২০১৩ সালের এই রিপোর্টে মুসলিম মহিলাদের সাঁই বাবার আশ্রমে ভজন গাইবার কথা বলা হয়েছে। বলা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহারিন, কুয়েত, সৌদি আরব, কাতার, সিরিয়া, ইরান থেকে শয়ে শয়ে সত্য সাঁই বাবার (Sathya Sai) অনুগামীরা প্রশান্তি নীলায়ামে (Prashanthi Nilayam) সত্য সাঁইকে স্মরণ করে ভজন গীতি পেশ করে। এই প্রশান্তি নীলায়াম অন্ধপ্রদেশে অবস্থিত।
মুসলিম মহিলারা দুবাইয়ের মসজিদে রাম ভজন গাইছে প্রকৃতপক্ষে অন্ধ্রপ্রদেশের ভিডিও
Colombo Telegraph এর খবর ছাড়াও আমরা ইউটুউবে ২০১১ সালের একটি ভিডিও পাই অন্ধ্রপ্রদেশের প্রশান্তি নীলায়াম আশ্রমের যেখানে মুসলিম সম্প্রদায়ের সত্য সাঁইয়ের উদ্দেশ্যে আরবীয় সংগীত প্রদর্শন করছে।
Conclusion
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল ভিডিও যেখানে দাবি করা কিছু মুসলিম মহিলারা দুবাইয়ের মসজিদে রাম ভজন গাইছে তা আসলে অন্ধ্রপ্রদেশের সত্য সাঁই বাবার আশ্রম প্রশান্তি নীলায়ামের ভিডিও।
Result – Partially False
Our sources
Colombo Telegraph – https://www.colombotelegraph.com/index.php/sai-babas-arabic-islamic-flavour/
YouTube Video –
https://www.youtube.com/watch?v=in33Ee_rx_M
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।