Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
খবরের পাশে জাল খবরেরও বাড়বাড়ন্ত ছিল ২০২২ এ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর গ্রেফতারি থেকে ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি স্থাপনের ঘোষণা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ফুটবল বিশ্বকাপ – সারা বছরের সেরা সব খবরের সঙ্গে জাল খবরও ছড়ায় সামাজিক মাধ্যমে।
নিউজচেকার সারা বছর বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিবেদনের মাধ্যমে সঠিক তথ্য পৌঁছনোর চেষ্টা করেছে মানুষের কাছে। এই সমস্ত প্রতিবেদনগুলি থেকে আমরা আজ বেছে নিলাম সেরা ৫।
নেতাজি সুভাষের ১২৫তম জন্ম দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন রাজধানীর ইন্ডিয়া গেটে উন্মোচন করা হবে নেতাজির গ্রানাইটের মূর্তি। ফেসবুকে দাবি করা হয় এই বছরই জানুয়ারিতে উদ্বোধন করা হয়েছে মূর্তিটির। আমরা যাচাই করে জেনেছি ২৩শে জানুয়ারি সেখানে একটি 3D মূর্তি বসানো হয়। এই বছরের ৮ই সেপ্টেম্বর নেতাজির গ্রানাইটের মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন
রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিবেশে টুইটার, ফেসবুকে বেশকিছু ভিডিও, ছবি ভাইরাল হয়েছিল। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে TV9 বাংলা থেকে একটি ভিডিও সম্প্রচার করা হয়েছে যেটিকে ইউক্রেনে রাশিয়ার প্যারা ট্রুপার অবতনের নামে। কিন্তু প্রমাণিত হয় ভিডিওটি ২০১৪ সালের, ভিডিওটির সাথে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কোনো সম্পর্ক নেই।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন
২২শে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে জেরা শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই সূত্র ধরে মডেল, অভিনেত্রী অর্পিতা মুখার্জীর বাড়িতে পৌঁছায়। সেখান থেকে উদ্ধার হয় ২০কোটি টাকা। এই আবহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি দাবি তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখার্জী। যে ছবিটি এখানে ভাইরাল হয়েছে সেটি ২০২০ সালের ২৩শে জানুয়ারির একটি ক্লাবের রক্তদান উৎসবের ছবি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন
ফেসবুকে বিশ্বকাপের আবহে মেসিদের নিয়ে ভাইরাল ভিডিও – আর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গানে নাচ্ছে সমস্ত খেলোয়াড়। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে রুমের সব খেলোয়াড়দের কেউ নাচ্ছে, কেউ বা এই সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করছে আর পেছনে বাজছে বাংলাদেশের জনপ্রিয় ছবি ‘হাওয়া’র গান ‘সাদা সাদা কালা কালা’। অধিনায়ক মেসি, গোলকিপার মার্টিনেজকেও দেখা যাচ্ছে টেবিলের উপর উঠে নাচ্ছে। আর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মেক্সিকোর সাথে গ্ৰুপস্টেজে জেতার পরের ভিডিও। ভিডিওটি সম্পাদিত করে পোস্ট করা হয়েছে ফেসবুকে।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন
চীনে ওমিক্রনের নতুন করে বাড়বাড়ন্তের মাঝে ফেসবুকে ও হোয়াট্সঅ্যাপে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে নতুন বছরের ৩রা জানুয়ারি থেকে রাজ্যে আংশিক লকডাউন হতে চলেছে। ভিডিওতে বলা হয়েছে -রাজ্যের ফের হতে পারে লকডাউন ৩রা জানুয়ারি থেকে। বন্ধ হতে পারে স্কুল, কলেজ, রেস্তোরাঁ, কমানো হতে পারে লোকাল ট্রেনের সংখ্যাও। আমাদের পর্যবেক্ষণে জানতে পারি এই বছরের শুরুর দিকে কোভিডের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পশ্চিমবঙ্গে চলে আংশিক লকডাউন। কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয় নিষেধাজ্ঞা। সেই ভিডিওই পুনরায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, চীনে ওমিক্রনে বাড়তে থাকার কারণে।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
June 11, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025