Authors
Claim: এটি বৈষম্যবিরোধী আন্দোলনের এক সহ-সমন্বয়কের বেসুরো বাংলা গানের ভিডিয়ো।
Fact: মঞ্চে যিনি বেসুরে বাংলা গান গাইছেন তিনি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নন, বরং টলিউডের একজন সিরিয়াল অভিনেত্রী।
২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। পরে যে আন্দোলন গণঅভ্য়ুত্থানের রূপ নেয় এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তাফ দিতে বাধ্য় করে এবং তিনি দেশ ছেড়ে পালান।
সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ-সমন্বয়ককে নিয়ে বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি মঞ্চের উপর একজন মহিলাকে কালো রঙের পোশাক পরে, খুব বেসুরে বাংলা গান গাইতে দেখা যাচ্ছে। ফেসবুকে ভিডিয়োটি পোস্ট করে অনেকেই লিখেছেন, “স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সহ-সমন্বয়ক আপুর পেয়ারে-লাল পারফরম্যান্স!”
Fact Check/ Verification
ভাইরাল ছবির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২৩ ডিসেম্বর Panihati Utsav O Boimela-র অফিসিয়াল ফেসবুক পেজে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
এরপর আরও সার্চ করলে Hindustan Times বাংলার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। যা থেকে জানা যায়, ভিডিয়োতে মঞ্চে যাঁকে গান করতে দেখা যাচ্ছে, তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুই শালিকের অন্যতম অভিনেত্রী নন্দিনী দত্ত। বেসুরে বাংলা গাম গাওয়ায় সোশ্য়াল মিডিয়ায় সম্প্রতি খুব ট্রোল হয়েছেন তিনি।
TV9 Bangla ও Aajkaal–এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য় জানা গিয়েছে।
Conclusion
মঞ্চে যিনি বেসুরে বাংলা গান গাইছেন তিনি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নন, বরং টলিউডের একজন সিরিয়াল অভিনেত্রী।
Result: False
Sources
Post by Panihati Utsav O Boimela, Dated December 23, 2024
Report by Hindustan Times, Dated December 23, 2024
Report by TV9 Bangla, Dated December 23, 2024
Report by Aajkaal, Dated December 23, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।