ফেসবুকে একটি নির্মম হত্যার ভিডিও ছড়িয়েছে যেখানে দাবি করা হয়েছে ১৯৯৯ সালে ইউক্রেনের সেনারা যখন চেচেন ভূমি দখল করেছিল তখন তারা নির্মম ভাবে এক মুসলিমকে তার স্ত্রী, সন্তানের সামনে হত্যা করেছিল। বর্তমানে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে হাজার হাজর চেচেনবাসি যুদ্ধে যোগদান করেছেন ইউক্রেনকে পরাস্ত করার জন্য।


প্রায় চার সপ্তাহের কাছাকাছি পৌঁছেছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine Conflict) । বর্তমানে আজব সাগরের তীরে মারিয়ুপোলের চারদিকে ঘিরে রয়েছে রাশিয়ার সেনা। ঘন ঘন বিস্ফোরণে কেঁপে উঠছে সেখানকার হাতেগোনা জীবিত মানুষদের বুক। সম্প্রতি এই মারিয়ুপোলের এক মহিলার ফেসবুক পোস্টকে ঘিরে আবেগপ্রবণ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন। নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে লিখেছে ওই মহিলার আশেপাশে যারা জীবিত আছে তারা প্রত্যেকেই মৃত্যুর জন্য অপেক্ষা করছে। রুশ সেনা মারিয়ুপোলের উপর আক্রমণ করার সময় খাদ্য, পানীয়জল এবং প্রয়োজনীয় সামগ্রীর চলাচল ব্যবস্থা ছিন্ন করে ফেলেছে। একের পর এক মৃত্যু যেন বাকি জীবিতদেরও অন্তিম সময়ের বার্তা বয়ে নিয়ে আসছে।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে চেচেন (Chechen) রাশিয়ার হয়ে যুদ্ধে নেমেছে। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুসারে চেচেনের সেনা রাশিয়ার হয়ে ও এর বিরুদ্ধেও যুদ্ধ চালাচ্ছে। সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়ার পর চেচেন কিছু বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দমন করতে ১৯৯৪ সালে রাশিয়ার বা বিরুদ্ধে যুদ্ধে নামে। এর কিছু বছর পর ১৯৯৭ সালে মস্কোর সাথে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের পত্রে সাক্ষর করে চেচেন। কিন্তু এর কিছু বছরের মধ্যেই পুতিন রাশিয়ায় ক্ষমতায় আসার পর চেচেনকে রাশিয়ায় নানা ধরণের আক্রমণের জন্য দায়ী করে সেনা পাঠাতে থাকে পুতিন।
Fact check / Verification
১৯৯৯ সালে ইউক্রেন সেনাদের মুসলিম হত্যার নামে যে ভিডিওটি ছড়িয়েছে তার সত্যতা জানার জন্য আমার প্রথমে ভিডিওটিকে InVid টুলের দ্বারা কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে অনুসন্ধান চালাই। Yandex এ খোঁজার পর আমরা VK.com নামের একটি সাইট থেকে এই ভিডিওটি পাই যা ২০১৬ সালে আপলোড করা হয়েছিল। ভিডিওটির সাথে রাশিয়ান ভাষায় একটি লাইন লেখা রয়েছে যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘ রাশিয়ান সৈন্যরা শান্তিপূর্ণ চেচেনদের হত্যা করে’. যদিও ফেসবুকে এই ভিডিওটিকে নিয়ে দাবি করা হয়েছে এটি ১৯৯৯ সালের ভিডিও যখন ইউক্রেনের সেনারা চেচেনের এক মুসলিম অধিবাসীকে হত্যা করেছিল। বলে রাখি ১৯৯৯ সালে চেচেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল।

এই সূত্র ধরে কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা ইউটুউবে ‘The Search’ নামের একটি সিনেমার ট্রেলার পাই। ১৯৯৯ সালে চেচেনের পরিধির মধ্যে ক্রমাগত রাশিয়ার সেনাদের প্রবেশ ও তাদের আক্রমণের ফলে ঘর ছাড়া এক বাচ্চার গল্প যা নির্মিত হয়েছে ২০১৪ সালে ফরাসি ভাষায় এবং পরবর্তীকালে এটি অস্কার ও পায়।
১৯৯৯ সালে ইউক্রেন সেনাদের মুসলিম হত্যার নামে ছড়ালো ২০১৪ সালের একটি সিনেমার দৃশ্য
ইউটুউবেই আমরা ‘The Search’ সিনেমাটির শুরুতেই রয়েছে ভাইরাল ভিডিওটির দৃশ্য। যেখানে রাশিয়ান সেনারা চেচেনের একটি মুসলিম পরিবারকে প্রথমে নানা ধরেনর কটু কথা বলে উত্যক্ত করে এবং তার পর তাদের গুলি করে হত্যা করে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহে ১৯৯৯ সালে ইউক্রেন সেনাদের মুসলিম হত্যার নামে যে ভিডিওটি ছড়িয়েছে তা আসলে রাশিয়ার সেনাদের চেচেনদের উপর ১৯৯৯ সালে অত্যাচারের উপর নির্মিত একটি সিনেমার দৃশ্য।
Result: False Context
Our Sources
VK.com – https://vk.com/video/@id250401119?z=video250401119_456239017%2Fpl_250401119_-2
YouTube Video – https://www.youtube.com/watch?v=zTgKgIjfHBE
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।