দীপাবলির আবহে ফেসবুকে বেশকিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে কোথাও দাবি করা হয়েছে নিউয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে কালীপুজো উপলক্ষে দেবীর ছবি দেখানো হয়েছে, তো কোথাও আবার বলা হয়েছে ভারতে দীপাবলির রোশনাইয়ের ছবি প্রকাশ করেছে NASA . অন্যদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পুরোনো ছবিকে ঘিরে করা হয়েছে বিভ্রান্তিকর দাবি। আজকের weekly wrap এ পড়ুন সেই সমস্ত দাবির আসল তথ্য।

দীপাবলিতে নিউয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে দেবী কালীর ছবির প্রদর্শন হয়নি, পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়ালো ফেসবুকে
আমাদের অনুসন্ধানের দ্বারা প্রমাণিত হয়েছে দীপাবলিতে নিউয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে দেবী কালীর ছবির প্রদর্শন করা হলো এই দাবিতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা ২০১৫ সালের অগাস্ট মাসের। ছবিগুলোর কালীপুজো সম্পর্কিত নয়।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রথম দিন নিজের কার্যালয়ে প্রবেশের ভিডিও নয় এটি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রথম দিন নিজের কার্যালয়ে প্রবেশের আগে দরজায় প্রদীপ জ্বালিয়েছেন এই দাবিটি ভুল। আসল ভিডিওটি ২০২০ সালের দীপাবলির সময়ের যা এখন বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

দীপাবলিতে ফেসবুকে পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে দীপাবলির আগে মহাকাশ থেকে আমাদের ভারতের ছবি এই দাবিতে 3D Rendering Earth Night Asia ছবি ছড়িয়েছে। যদিও আমরা জানতে পারিনি এই ছবিটি আসলে কোন বছরে তোলা হয়েছে। তবে এই বিষয়টি নিশ্চিত যে এটি দীপাবলির সময়ের নয়।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

ইসলাম প্রধান দেশ ইন্দোনেশিয়ার টাকায় গণেশের মূর্তির ছবি এখন আর নেই
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ইসলাম প্রধান দেশ ইন্দোনেশিয়ার টাকায় গণেশের মূর্তির ছবি এখন আর নেই। ইন্দোনেশিয়ার ২০,০০০ রুপির যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি ২০১৮ সালের পর থেকে আর ব্যবহৃত হয় না।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

৩২ বছর ধরে এই বৃদ্ধের মৃতদেহ অক্ষত রয়েছে? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো ভুল দাবি
না তো এই বৃদ্ধ ব্যক্তিটি হাফেজ,আর না এনার ৩২ বছর আগে মৃত্যু হয়েছে। ভাইরাল ছবিটি তিন বছর আগের এবং বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর জ্ঞান ফেরানোর জন্য ওনার উপর এই ভাবে মাটি দিয়ে রাখা হয়েছিল।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।