ফেসবুকে সম্প্রতি ছড়িয়েছে আসন্ন পাঞ্জাবের নির্বাচনের আগে ছড়িয়েছে অভিনেতা সোনু সুদ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণ সিংহ চান্নির ছবি, যাকে ঘিরে দাবি করা হয়েছে সোনু নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান করেছে। এছাড়াও ছোট্ট শিশুদের চিকিৎসার নামে অর্থ সাহায্য চেয়ে ফেসবুকে মিথ্যে দাবি ভাইরাল হয়েছে।

অভিনেতা সোনু সুদ জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি অভিনেতা সোনু সুদ জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন এটি আসলে বিভ্রান্তিকর। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে সোনু সুদের বোন মালবিকা সুদ সাচার কংগ্রেসের সাথে যুক্ত হয়েছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পড়ুন

চিকিৎসার জন্য অর্থ সাহায্য চেয়ে ভারতীয় শিশুর ছবি ছড়ালো বাংলাদেশের নামে
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে চিকিৎসার জন্য অর্থ সাহায্য চেয়ে ভারতীয় শিশুর ছবি বাংলাদেশের মো সবুজ নামে ছড়িয়েছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পড়ুন

ফেসবুকে ফের ভারতীয় বাচ্চার ছবি বাংলাদেশী বলে আর্থিক সাহায্যের নামে ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ২০২১ সালের আশু সাইনির ছবি বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার আয়েশা আক্তার অলিভিয়া নামে ছড়িয়েছে যার চিকিৎসার জন্য নাকি ৫ লক্ষ টাকার দরকার।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পড়ুন

তরুণীর মুখ চোখ সেলাই করা ছবিটি জাপানের, ভারতের নয়
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে এক তরুণীর মুখ চোখ সেলাই করা একটি ছবি ভাইরাল হয়েছে যাকে ঘিরে দাবি করা হয়েছে যে এই মেয়েটি ভারতে থেকে ইসলামকে অনুসরণ করতো, ইসলামের কথা বলতো তাই তার এই অবস্থা করা হয়েছে, কিন্তু আসলে এটি জাপানের ছবি।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।