মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024

HomeFact CheckWeekly Wrap: বাংলাদেশের কোটা আন্দোলন থেকে মমতা-শুভেন্দুর এডিটেড ভিডিয়ো, নেট-দুনিয়ায় ভাইরাল দাবিগুলোর...

Weekly Wrap: বাংলাদেশের কোটা আন্দোলন থেকে মমতা-শুভেন্দুর এডিটেড ভিডিয়ো, নেট-দুনিয়ায় ভাইরাল দাবিগুলোর আসল সত্যিটা জানুন 

বাংলাদেশের হিন্দু হোস্টেলে হিন্দু পড়ুয়াদের উপর ‘অত্যাচার’ থেকে কোটা আন্দোলনকে ঘিরে নানান দাবি। সঙ্গে মমতা-শুভেন্দুর এডিটেড ভিডিয়ো। এই সপ্তাহের Weekly Wrap-তে জানুন কোনটা সত্যি, কোনটা মিথ্যে।

কোটা আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারেকে বহিষ্কারের হুঁশিয়ারি রাষ্ট্রসংঘের? জানুন আসল সত্য়ি

কোনও সরকারি বিবৃতিতেই এমনটা দেখা যায়নি যে, সংস্থাটি শেখ হাসিনার সরকারকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

বাংলার মানুষকে গরীব থাকার বার্তা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো সম্পাদিত ভিডিয়ো

 বাংলার মানুষ গরীব থাকুন সেটা চান, এমন কথা বলেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল নেতা-কর্মীদের গরীব থাকার পরামর্শ দিয়েছেন। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

এটা ঢাকার হিন্দু হোস্টেলে জামাতের আক্রমণের ভিডিয়ো নয়, সাম্প্রদায়িক রং মাখিয়ে সোশ্যাল মিডিয়া ছড়ালো ভুল তথ্য

ভাইরাল ভিডিয়োতে আওয়ামী লিগের সমর্থকদের উপর হামলার দৃশ্য দেখা যাচ্ছে। সেই ঘটনাতে সাম্প্রদায়ির রং লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

“হিন্দুদের ভোট দিতে দেবো না”, শুভেন্দু অধিকারীর নামে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো সম্পদিত ভিডিয়ো

শুভেন্দু অধিকারী নিজে বলেননি যে, তিনি বা তাঁর দল বিজেপি হিন্দুদের ভোট দিতে দেবেন না। বরং তিনি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সেই অভিযোগ করেছেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

এটা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেলে তাণ্ডবের’ ভিডিয়ো না, সাম্প্রদায়িকতার মোড়কে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ভুয়ো তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলিগের নেতা-কর্মীদের জিনিসপত্র ফেলে দেওয়ার ভিডিয়োকে সাম্প্রদায়িক রং মাখিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের উপর পুলিশি জুলুমের ভিডিয়ো দেখে কেঁদে ফেললেন বিদেশী সংবাদমাধ্যমের এক সঞ্চালক? জানুন আসল সত্যি

আসল ভিডিয়োটিকে এডিট বা সম্পাদনা করে সোশ্যাল মিডিয়ায় ভুল ব্যাখ্যা-সহ ছড়ানো হচ্ছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

হাসিনার মদতে মুসলিমদের হত্যা করতে বাংলাদেশে সেনা পাঠাচ্ছে ভারত? না, ভাইরাল ভিডিয়োটি দু’বছর পুরনো

ভিডিয়োটি সাম্প্রতিক নয়, বরং দু’বছর পুরনো।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

Most Popular