সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রধানমন্ত্রীর বেনারস সরফ নিয়ে ছড়িয়েছে ভুল ভিডিও, অন্যদিকে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা কিচেন নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর পোস্টকার্ড। আজকের এ জানুন সেইসব ভাইরাল দাবির আসল তথ্য।

নিজের সব দাঁত তুলে প্রেমিকাকে হার হিসেবে উপহার দিলেন ?
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি এক মিশরীয় ব্যক্তি নিজের সব দাঁত তুলে প্রেমিকাকে হার হিসেবে উপহার দিলেন এই দাবিটি মিথ্যে। তিনি ইন্টারনেটের ভাইরাল দাঁতের দ্বারা তৈরী হারের ছবি মজা করার জন্য শেয়ার করেছিলেন।

রাস্তায় বসে নামাজ পড়ার ছবিটি ভারতের নয়, বাংলাদেশের
তারেখ ফতেহর টুইটার পোস্টর দাবি রাস্তার উপর বসে নামাজ পড়ার ছবিটি ভারতের বলে দাবি করা হলেও এটি আসলে বাংলাদেশের ঢাকার ছবি।

ফেসবুকে মুখ্যমন্ত্রীর মা কিচেন নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টকার্ড যেখানে বলা হয়েছে রাজ্যপাল বলেছেন মা কিচেন চালু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে, কিন্তু প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী মা কিচেন চালু হয়েছে ১লা এপ্রিল থেকে, আসলে দাবিটি বিভ্রান্তিকর। এই বছরের ১৫ই ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী তত্বাবধানে রাজ্যের কিছু স্থানে চালু হয়েছিল মা কিচেন।

বাংলাদেশের ঝাড়ফুঁকের ভিডিও বাংলায় জোর করে ধর্মান্তরিত করার নামে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
সোশ্যাল মিডিয়াতে বাংলায় জোর করে ধর্মান্তরিত করার নামে যে ভিডিওটি ছড়িয়েছে তা প্রকৃতপক্ষ্যে বাংলাদেশের।

উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে মোদিকে দেখে Go Back Modi স্লোগান উঠলো?
টুইটার ও ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে মোদিকে দেখে Go Back Modi স্লোগান উঠলো তা আসলে সম্পাদিত করা হয়েছে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।