বর্তমানে ফেসবুকে শহীদ বগত সিংয়ের নাম একটি সাদাকালো ছবি ভাইরাল হয়েছে যাকে ওনার আসল ছবি বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ভারতের মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর অবসররের আবহে সচিন টেন্ডুলকারের ছবি বিভ্রান্তিকর দাবি সমত পোস্ট করা হয়েছে। আজকের Weekly Wrap এর জানুন সেই সমস্ত দাবির আসল তথ্য।

ভগৎ সিংয়ের জন্ম বার্ষিকীতে ফেসবুকে ওনার নামে ছড়ালো অন্য ব্যক্তির ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত ফেসবুকে ভগৎ সিংয়ের জন্ম বার্ষিকীতে ফেসবুকে ভগৎ সিংয়ের আসল ছবি নামে যে ছবি পোস্ট করা হয়েছে তা ফারুকবাদের নবাবের।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

ক্রিকেট জগৎ থেকে ঝুলন গোস্বামীর অবসরের আবহে ফেসবুকে সচিন টেন্ডুলকারের পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ক্রিকেট জগৎ থেকে ঝুলন গোস্বামীর অবসরের আবহে ফেসবুকে সচিন টেন্ডুলকারের ২০১১ সালে বিশ্বকাপের ছবি দিয়ে দুই ক্রিকেট খেলোয়াড়ের অবসরের তুলনা করা হয়েছে। যদিও ২০১৩ সালে টেস্ট ম্যাচ খেলার পর সচিন নিজের অবসর ঘোষণা করেন।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

ভারত জোড়ো যাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া মেয়েটিকে আলিঙ্গন করেছেন রাহুল গান্ধী ? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো ভুল দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া মেয়েটিকে আলিঙ্গন করেছেন রাহুল গান্ধী এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে রাহুলের সাথে মেয়েটি দক্ষিণ ভারতের এর্নাকুলাম জেলার কংগ্রেসের সচিব মিভা জলি। ছবিটিকে ঘিরে ভুল দাবি করা হয়েছে।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

গ্যাসের কর নিয়ে ফেসবুকে ফের ছড়ালো বিভ্রান্তিকর দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে গ্যাসের কর নিয়ে ফেসবুকে যে পোস্টটি ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে কেন্দ্রের থেকে রাজ্য সরকারের করে পরিমান বেশি থাকায় গ্যাসের দাম বেড়েছে দাবিটি ভুল।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।