চীনে ওমিক্রনের নতুন ভেরিয়েন্টের কারণে দিন দিন আক্রান্তদের সংখ্যা বাড়ছে এবং সেই দিকে নজর রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সাথে জরুরি বৈঠক ডেকেছেন। এই আবহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নতুন বছরের ৩রা জানুয়ারি থেকে রাজ্যে শুরু হবে আংশিক লকডাউন। বিশ্বকাপকে কেন্দ্র করে ভাইরাল দাবি, খেলা শেষে লিও মেসি নীল সাদা আর্জেন্টিনার জার্সি পড়া এক মহিলাকে জড়িয়ে ধরে। ওই মহিলাটি তার মা। আজকের Weekly Wrapএ পড়ুন এই দাবির সত্যতা।

KIFF এর মঞ্চে অরিজিৎ সিংহের গাওয়া ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি নিয়ে ফেসবুকে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে KIFF এর মঞ্চে অরিজিৎ সিংহ ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গেয়েছেন, তিনি শুধু মাত্র এই গানটি গাননি। একটি বাংলা সিনেমার গানও গেয়েছিলেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ভাইরাল ভিডিওতে মেসিকে জড়িয়ে ধরে উচ্ছাস প্রকাশ করছেন কি তার মা? জানুন কে এই মহিলা
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে কাতারে বিশ্বকাপ জেতার পর মেসিকে তার মা জড়িয়ে কেঁদেছেন দাবিটি ভুল। মেসি যাকে জড়িয়ে ধরেছেন তিনি এন্টোনিয়া ফারিয়াস।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

আর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গানে সবাই নেচেছে? বিশ্বকাপের আবহে ফেসবুকে ছড়ালো সম্পাদিত ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মেক্সিকোর সাথে গ্ৰুপস্টেজে জেতার পরের ভিডিও। ভিডিওটি সম্পাদিত করে পোস্ট করা হয়েছে ফেসবুকে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার? পুরোনো ভিডিও বিশ্বকাপের আবহে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মেসির বিশ্বকাপ জেতার পর আনন্দ-উল্লাস শুরু করেন নেইমার এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লীগের সময়ের। যখন ম্যাঞ্চেস্টারের বিপক্ষে গোল করেন এমবাপে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

৩রা জানুয়ারি থেকে রাজ্যে আংশিক লকডাউন হতে চলেছে? করোনার আবহে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো সতর্ক বার্তা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ৩রা জানুয়ারি থেকে রাজ্যে আংশিক লকডাউন হতে চলেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই খবরটি জানুয়ারি মাসের। এখানেও পর্যন্ত কেন্দ্রীয় বা রাজ্য সরকারের তরফ থেকে এই ধরেনর কোনো নির্দেশিকা আসেনি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।