ফেসবুকে বিশ্বকাপ নিয়ে বেশকিছু দাবি ভাইরাল হয়েছে। যেখানে কোথাও বলা হচ্ছে জার্মানির ফুটবলার মেসুত ওজিল পরের বিশ্বকাপ তুরস্কের হয়ে খেলবেন, ২০২৬ সালের বিশ্বকাপেও নেইমারকে খেলতে দেখা যাবে। আজকের weekly wrap এ জানুন সত্যতা।

জার্মানির ফুটবলার মেসুত ওজিল পরের বিশ্বকাপ তুরস্কের হয়ে খেলবেন? না, মিথ্যা খবর ছড়ালো ফেসবুকে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে জার্মানির ফুটবলার মেসুত ওজিল পরের বিশ্বকাপ তুরস্কের হয়ে খেলবেন, ফেসবুকের এই ভাইরাল দাবিটি মিথ্যা। তিনি বর্তমানে তুরস্কের ফুটবল ক্লাবের হয়ে খেলছেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

২০২৬ সালের বিশ্বকাপেও নেইমারকে খেলতে দেখা যাবে – খবর ছেপেছে সান নিউজ? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ২০২৬ সালের বিশ্বকাপেও নেইমারকে খেলতে দেখা যাবে – খবর ছেপেছে সান নিউজ এই দাবিটি ভুল। নেইমার এখনও নিশ্চিত করেননি তিনি পরবর্তী বিশ্বকাপ খেলবেন কিনা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বিশ্বকাপে দ্বিতীয় মুসলিম দেশ রূপে সেমী-ফাইনাল খেলেছে মরক্কো ?
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি বিশ্বকাপে দ্বিতীয় মুসলিম দেশ রূপে সেমী-ফাইনাল খেলেছে মরক্কো দাবিটি ভুল। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ইসলামিক রাষ্ট্র সেমী-ফাইনাল খেলছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও
ভারত- চীন সীমান্ত সংঘাতের মধ্যে ভাইরাল হওয়া ভিডিও দুটি ৯ই ডিসেম্বর অরুণাচলের তাওয়াং-এ সংঘর্ষের ভিডিও নয়। ভিডিওগুলো দুই বছর আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে রয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বিশ্বকাপে ষষ্ঠতম সেমী-ফাইনাল খেলেছে আর্জেন্টিনা? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
অর্থাৎ বিশ্বকাপে ষষ্ঠতম সেমী-ফাইনাল খেলেছে আর্জেন্টিনা এই দাবিটি সঠিক নয়। ১৯৭৮ সালে আর্জেন্টিনা সেমী-ফাইনাল খেলেনি। হিসেব মতো আর্জেন্টিনার এই বছরের বিশ্বকাপ ফাইনাল ষষ্ঠতম ফাইনাল ম্যাচ।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।