Authors
Claim
টম ক্রুজের পরবর্তী সিনেমা ‘Mission Impossible’ এর অভিনেতার স্টান্ট ম্যানদের ছবি। তিনজনকেই টম ক্রুজের মতো দেখতে।
Fact:
ফেসবুকে সম্প্রতি হলিউড অভিনেতা টম ক্রুজের স্টান্ট-ম্যানদের নামে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে অভিনেতার মতো হুবহু দেখতে তিনজনকে দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করে দাবি করা হয়েছে এর মধ্যে আসল টম ক্রুজ কোনটা বোঝা শক্ত, এতো নিখুঁত বডি ডাবল পাওয়া যায় বিশ্বাস করা যাচ্ছে না।
সত্যতা যাচাইয়ের জন্য আমরা প্রথমে রিভার্স ইমেজ সার্চ করি। এই পর্যায়ে Hindustan Times এর ১০ই জুনের এই ছবিটিকে নিয়ে একটি রিপোর্ট পাই। এখানে বলা হয়েছে অনেকেই এই ছবিটিকে টুইটার ও ফেসবুকে পোস্ট করে লিখেছে টম ক্রুজের নিখুঁত স্ট্যান্ট-ম্যানদের ছবি।কিন্তু এটি AI বা কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী। রিপোর্টে ভাইরাল ছবিটি রয়েছে এবং সাথে Ong Hui Woo এর নাম লেখা রয়েছে।
আমরা ফেসবুকে এই নামটি লিখে খোঁজার পর তিনদিন আগের Ong এর একটি পোস্ট পাই। এখানে টম ক্রুজের স্ট্যান্ট-ম্যানদের নামে ছড়ানো ছবি ও আরো বেশকিছু ছবিকে নিয়ে তিনি লিখেছেন, ‘আমি AI দিয়ে টম ক্রুজের স্ট্যান্ট-ডাবলদের ছবি বানিয়েছিলেন। আশা করিনি এই ছবি এটি দ্রুত ভাইরাল হবে। এটি নিছক আনন্দের জন্য বানিয়েছিলাম। সারা বিশ্বজুড়ে এখন লক্ষ লক্ষ এই ছবি দেখে দাবি করছে এটি ছবিটি আসল।’
কিছু দিন আগে আমরা ডোয়েন জনসন বা যিনি রক নাম সব থেকে বেশি বিখ্যাত, সেই হলিউড তারকারও হিন্দু সনাতনী রূপে মন্দিরে আরতি করার AI নির্মিত ছবির সত্যতা যাচাই করেছি।
অর্থাৎ Artificial Inteligence বা কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত টম ক্রুজের ছবি সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
Result: False
Our Sources
Hindustan Times report, 10 June 2023
Facebook post of Ong Hui Woo
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।