Authors
Claim
প্যালেস্টাইনি সেনার আক্রমণে সন্তান হারালেন এক পিতা। এরকম চল্লিশটি নিষ্পাপ শিশুর প্রাণ নিয়েছে ফিলিস্তিন।
Fact
সন্তানের মৃতদেহ কোলে ক্রন্দনরত পিতার ছবিটি বছর দশেক পুরোনো, যা সাম্প্রতিক প্যালেস্টাইন-ইজরায়েল সংঘাতের আবহে ছড়িয়েছে।
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করলে আমরা IndiaToday ও Al Arabiya News এর ২০১২ সালের লিংক পাই।
রিপোর্ট অনুসারে ২০১২ সালের নভেম্বর মাসে গাজার উপর আক্রমণ হানে ইজরায়েল। ছবিটিতে যাকে দেখা যাচ্ছে, সেই বাচ্চাটি সহ আরো ১৬জনের প্রাণ গিয়েছিলো ইজরায়েলের আক্রমণে।
যে ব্যক্তিটি নিজের সন্তান হারিয়েছেন তিনি BBC ভিডিও এডিটর, জিহাদ মিসারাবি তার এগারো মাসের ছেলে ওমরকে হারিয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়েছে। সেই বছরে গাজার উপর আক্রমণে মাঝে জিহাদের এই কান্নার ছবিটি ছড়িয়েছে পড়িয়েছিলো।
অর্থাৎ ফেসবুকে এই ছবিটিকে ঘিরে যে দাবি করা হয়েছে যে বাচ্চাটির প্যালেস্টাইনের আক্রমণে নিজের প্রাণ হারিয়েছে এই দাবিটি সঠিক নয়। ১১ বছরের ওমর ইজরায়েলের আক্রমণের কারণে নিজের প্রাণ হারিয়েছে।
Result: False
Sources
Report published by IndiaToday, 17 Nov 2012
Report published by ALARABIYA NEWS
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।