সম্প্রতি বিজেপি সাংসদ শুভ্রামানিয়ান স্বামী একই টুইট করেছেন ভারত, নেপাল ও শ্রীলঙ্কার পেট্রোলের দাম নিয়ে। টুইটে তিনি বলেছেন রামের দেশে পেট্রোলের দাম ৯৩ টাকা, সীতার দেশে ৫৩ টাকা ও রাবনের লঙ্কায় ৫১.
Fact check/ Verification
ভারতে পেট্রোলের দাম ৯৩ টাকা হলেও টুইটে উল্লেখিত দামের থেকে নেপাল ও শ্রীলঙ্কাতে পেট্রোলের দামের মধ্যে রয়েছে তফাৎ। গুগলে ভারতের পেট্রোলের দামের সম্পর্কে খোজ করার পর Economics Times এর রিপোর্ট আমরা পাই যেখানে ভারতের চারটি মেট্রো-শহরে পেট্রলের দাম কত হয়েছে তা বলা হয়েছে। দিল্লীতে, কলকাতা, চেন্নাই এর তুলনায় মুম্বাইয়ে সব থেকে বেশি পেট্রোলের দাম, লিটার প্রতি ৯৩.২০ টাকা।

এবার জানার পালা প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কাতে সম্প্রতি কত দাম হয়েছে পেট্রোলের।
Nepal Oil Corporation Limited এর ওয়েবসাইটে নেপাল ও ভারতের বর্ডারে পেট্রোলের দামের তুলনায় দেখা গেছে ভারতের থেকে নেপালের পেট্রোলের দামের ৩২.২৬ টাকার পার্থক্য রয়েছে।



শ্রীলঙ্কায় পেট্রোলের দাম লিটার প্রতি ১৬১ টাকা বলা হয়েছে Global Petrol Price এর ওয়েবসাইট।

অর্থাৎ বিজেপি সাংসদ শুভ্রামানিয়ান স্বামীর টুইটে নেপাল ও শ্ৰীলঙ্কায় পেট্রোলের যে দাম বলা হয়েছে তা সঠিক নয়, ভুল।
Conclusion
বিজেপি সাংসদ শুভ্রামানিয়ান স্বামী ভারত, নেপাল, শ্রীলঙ্কার পেট্রোলের দামকে নিয়ে যে টুইট করেছে তা সঠিক নয়। তুলনামূলক ভাবে ভারতের চেয়ে শ্রীলঙ্কায় পেট্রোলের দাম বেশি।
Result – Partially true
Our sources
Economics Times – https://economictimes.indiatimes.com/wealth/fuel-price/petrol
Nepal Oil Corporation Limited – https://noc.org.np/
Global Petrol Price – https://www.globalpetrolprices.com/Sri-Lanka/gasoline_prices/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।