মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024

HomeFact CheckFact Check: সাংবাদিকে উপর হামলার ভিডিয়োটি সন্দেশখালির নয়, ২০২১ সালে কেশপুরের ঘটনা

Fact Check: সাংবাদিকে উপর হামলার ভিডিয়োটি সন্দেশখালির নয়, ২০২১ সালে কেশপুরের ঘটনা

Claim: সন্দেশখালিতে এক মহিলা সাংবাদিকের উপর বাঁশ-লাঠি নিয়ে হামলা।

Fact: সাংবাদিকের উপর হামলার ভিডিয়োটি কেশপুরের নয়। সেটি ২০২১ সালে কেশপুর গণ্ডগোলের ভিডিয়ো।

2024-এ লোকসভা ভোটের আগে রাজ্য় তথা দেশের রাজনীতির অন্য়তম প্রধান ইস্যু হয়ে গিয়েছে সন্দেশখালি। এই  কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান গ্রেফতার হলেও, শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণের কোনও সুযোগ ছাড়ছে না বিরোধী দল বিজেপি। আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসতের সভা থেকে এই ইস্য়ুতে শাসকদলকে তুলোধনা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। বেশ কয়েকটি গাড়ির উপর বাঁশ-লাঠি নিয়ে হামলা করছে বিশাল সংখ্যক উন্মত্ত জনতা। ভিডিয়োটিতে বাংলা সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার লোগোও দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে একজন হিন্দিতে লিখেছেন, “সন্দেশখালি, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে, একজম মহিলা সংবাদিককে স্বাগত জানানো হচ্ছে।”

সাংবাদিকে উপর হামলা Image 1

একই ধরনের একটি পোস্ট দেখা যাবে এখানে। 

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে, দীপাঞ্জন মণ্ডল নামের একজন ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে একই ভিডিয়ো পোস্ট হয়েছিল বলে দেখা যায়। ২০২১ সালের পয়বা এপ্রিল ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। সেখান থেকেই জানা যায় যে, কেশপুরে জি ২৪ ঘণ্টার সাংবাদিক মৈত্রেয়ী ভট্টাচার্যের উপর হামলার ঘটনা ঘটেছিল।  

আরও খুঁজলে দেখা যায় যে, একই ভিডিয়ো, একই দিনে এবং একই তথ্য-সহ পোস্ট করা হয়েছিল জি ২৪ ঘণ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও

জি ২৪ ঘণ্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এই খবরের একটি ভিডিয়ো খুঁজে পাওয়া যায়। যেখানে সংবাদিক মৈত্রেয়ী ভট্টাচার্যকে কেশপুরে তাঁর উপর হওয়া হামলার বর্ণনা দিতে শোনা যায়। তিনি জানান যে, নির্বাচনের কভারেজের সময় ভোটলুটের খবর আসে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে, তাঁদের উপর হামলা চালায় একদল সশস্ত্র ও উন্মত্ত জনতা। যারা নিজেদের তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানান।  

Conclusion

সুততাং এখন এটা স্পষ্ট যে, সাংবাদিকের উপর হামলার ভিডিয়োটি কেশপুরের নয়। সেটি ২০২১ সালে কেশপুর গণ্ডগোলের ভিডিয়ো।

Result: False

Sources:
Video posted on Zee 24 Ghanta’s Facebook page
Video posted on Zee 24 Ghanta’s YouTube channel

Most Popular