শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: আরএসএস-এর সাংগঠনিক পোশাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাইরাল ছবিটি সম্পাদিত

Fact Check: আরএসএস-এর সাংগঠনিক পোশাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাইরাল ছবিটি সম্পাদিত

Claim: আরএসএস-এর পোশাকে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

Fact: আরএসএস-এর পোশাকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবিটি সম্পাদিত।

লোকসভা ভোটের আগে বড় চমক দিয়েছে বিজেপি। সকলকে চমকে দিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাঁর একের পর এক রায়ে অস্বস্তিতে পড়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস! বিজেপিতে যোগ দিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলিগুড়ির সভাতেও বক্তৃতা দিয়েছেন তিনি, নিশানা করেছেন ঘাসফুল শিবিরকে। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেসেও।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ছবি। যেখানে তাঁকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তথা আরএসএস-এর সাংগঠনিক পোশাক অর্থাৎ সাদা জামা ও খাকি হাফ প্যান্ট পরে দেখা যাচ্ছে। ছবিটি অনেকে সত্যি ভেবেই পোস্ট করেছেন। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের viral ছবি Image 1

একাংশ আবার সেটাকে মজার ছলে বা মিম ভেবেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের viral ছবি Image 2

Fact Check/ Verification

ভাইরাল ছবিটার রিভার্স ইমেজ সার্চ করলে, ২০২১ সালের ২৭ মে ইংরেজি সংবাদমাধ্যম ক্রলের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে আমরা একই ছবি ব্যবহার হতে দেখি। ‘As India struggles with Covid-19, can the RSS evade responsibility for the crisis?’-শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায় ছবিটা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের viral ছবি Image 3

আরও সার্চ করলে, ২০২২ সালে জাগরণের একটি প্রতিবেদনেও একই ছবি ব্যবহার হতে দেখা যায়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের viral ছবি Image 4

এরপর ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবরণ থেকে জানা যায় যে, অনেক ছোট বয়সেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন তিনি সংঘের প্রচারক হিসেবে কাজ করেছিলেন। পরে সংঘের পলিটিক্যাল উইং বা রাজনৈতিক শাখা বিজেপিতে যোগ দেন তিনি।

Conclusion

এখন নিশ্চিত করে এটা বলা যায় যে, আরএসএস-এর পোশাকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবিটি সম্পাদিত। আসল ছবিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

Result: Altered Image

Sources:
News published on Scroll
News Published on Jagran

Most Popular