রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: আরজি কর কাণ্ড ও অভিনেত্রী উষসী চক্রবর্তীর নাম জড়িয়ে সোশ্য়াল...

Fact Check: আরজি কর কাণ্ড ও অভিনেত্রী উষসী চক্রবর্তীর নাম জড়িয়ে সোশ্য়াল মিডিয়ায় ছড়ালো ভুয়ো পোস্ট 

Claim

‘জুনিয়র ডক্টর অ্য়াসোসিয়েশন’ নামে তৈরি নতুন সংগঠনের সদস্য়রা আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। এমনটাই জানিয়েছেন বাম সমর্থক বলে পরিচিত অভিনেত্রী উষসী চক্রবর্তী।

Fact

নিজের ফেসবুকে পোস্ট করে বিষয়টিকে ফেক বা ভুয়ো বলে দাবি করেছেন উষসী চক্রবর্তী। তিনি এমন কোনও পোস্ট করেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “Fake Post Alert

গত কয়েদিন ধরে whatsapp এ একটি পোস্ট ঘোরাফেরা করছে যার নীচে আমার নাম লেখা আছে এবং লেখা আছে collected from ushasi Charchakraborty. Post টির আংশিক screenshot আমি আমার এই post এর নীচে shareও করলাম। Post টিতে কিছু মানুষের নাম এবং ছবি আছে এবং বলা হয়েছে এরা সবাই সন্দীপ ঘোষের চ্যালা এবং টাকা দিয়ে Gold medal পেয়েছে ইত্যাদি। আমি আমার এই পোস্ট এর মাধ্যমে আমি জানাতে চাই যে এই Whtsapp টির বক্তব্য কোন ও ভাবেই আমার নয় । এই post ba message কোথা থেকে কে পেয়েছেন সে বিষয়ে আমি অবহিত নই। এবং এই post এ যা যা information দেওয়া আছে তা আমি verify করিনি। infact এইবিষয় বস্তু নিয়ে আমি কোনো post ও করিনি তথাপি এই পোস্ট এ আমার নাম বারবার কেন শেয়ার করা হচ্ছে বুঝতে পারছি না এব্ং এর পিছনে অন্য উদ্দেশ্য আছে কি না তাও বুঝতে পারছি! কেউ বা কারা সম্ভবত‌‌ এই unverified post টি আমার নামে post করে আমায় কোনও বিপদে ফেলতে চাইছেন । আমি এই প্রবণতাকে ধিক্কার জানাই।এই post e অকারণে আমার নাম ব্যবহার করা নিয়ে আমি খুবই বিরক্ত। আজ‌ এই post এর মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে এই পোস্ট এর সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। যে বা যারা এই ‍post টি social media বা whatsap এ share করতে চাইছেন তারা দয়া অরে আমার নামটা সরিয়ে করবেন এবং ভবিষ্যতে এরকম আবার‌ কিছু ঘটলে আমি আইনি পদক্ষেপও নিতে বাধ্য হব। আমি মনে করি যে বা যারা এই ধরনের কাজ করছেন , unverified content অন্যের নামে চালাতে চাইছেন তারা আর যাই হোন অভয়া বিচার আন্দোলন শুভানুধ্যায়ী না । অভয়ার বিচার চেয়ে এবং অভয়া বিচার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই পোষ্ট শেষ করছি ।উষসী চক্রবর্তী।”

অতএব এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল দাবিটি ভুয়ো।

Result: False

Source
Facebook post by Ushasie Chakraborty

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular