রবিবার, এপ্রিল 28, 2024
রবিবার, এপ্রিল 28, 2024

HomeFact Checkকানপুরের ধুলো ঝড়কে  ভিডিও মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের নামে ছড়ালো সোশ্যাল...

কানপুরের ধুলো ঝড়কে  ভিডিও মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের নামে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে সম্প্রতি একটি ঝড়ের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ‘আজকে মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ে কী অবস্থা মানুষের’ . ভিডিওটিতে দেখা যাচ্ছে ভয়ানক ঝড়ে দুলোর চাদরে ঢেকে গিয়েছে সমস্ত রাস্তা। এক বাইক চালক ঝড়ের দাপট সামলাতে না পেরে তার মোটরসাইকেল থেকে পরে যান। অন্যদিকে তীব্র হওয়ায় টিনের চাল উড়ে রাস্তার মাঝে এসে পড়েছে, যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করে এই ঝড়। 

মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের image 1
Courtesy: Facebook / MD Ziaul Momin
মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের image 2
Courtesy: Facebook / Rubel Sk

Fact check / Verification 

মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের নামে ফেসবুকে যে ভিডিওটি ছড়িয়েছে তার একটি পোস্ট MD Zaiul Momin নামের ফেসবুক থেকেও করা হয়েছিল এবং সেই ভিডিওর কমেন্ট সেক্শনে একজন লিখেছেন ‘ মালদা মেডিক্যাল কলেজের কোন দিক এটা একটু বলবেন? অর্থাৎ এই ভিডিওটি আদৌ মালদার কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের  image 3

এই সূত্রধরে আমরা আমারদের অনুসন্ধান শুরু করি এবং রিভার্স ইমেজ করার পর আমরা একেই ছবি পাই। ছবিটির উপর ক্লিক করার পর হিন্দি সিংবাদ সংস্থা Live Hindustan এর লিঙ্ক পাই। ২৩শে মের রিপোর্টে বলা হয়েছে সোমবার দুপুরে হঠাৎ করে ৭০ কিমি বেগে ধুলোঝড়  শুরু হয় যাকে এই রিপোর্টে টর্নেডো (Kanpur Tornado) বলে দাবি করা হয়েছে। এর কারণে প্রায় ১০০টি মতো গাছ উপড়ে পরে গিয়েছে, রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে প্রচন্ড হওয়ার দাপটে টিনের চাল উড়ে রাস্তায় এসে পরে। Live Hindustan এর রিপোর্টে আমরা ভাইরাল ভিডিওটির ছবি পাই যেখানে এক মোটরসাইকেল চালক বেসামাল হয়ে পড়েছেন ঝড়ের দাপটে। 

মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের  image 4
Screenshot of Google reverse image search
মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের image 5
Screenshot taken from Live Hindustan

মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের নামে ছড়ালো কানপুরের ধুলো ঝড়ের ভিডিও 

আরো পড়ুন: সিলেটের বন্যায় জলের তোরে ভেসে গেলো বাড়ি? ফেসবুকে পুনরায় সিলেটের বন্যার নামে ছড়ালো ইন্দোনেশিয়া বন্যায় ভাঙ্গনের ভিডিও 

ছাড়াও আমার ইউটুউব থেকে ‘tornado in kanpur’ কীওয়ার্ড লিকে খোঁজার পর News18 India র ২৩শে মের কানপুরে টর্নেডোর ভিডিওটি পাই। এখানে বলা হয়েছে কানপুরে হঠাৎ করে শুরু হয় ‘ আঁধি’ (উত্তর ভারতে এই ধুলোর ঝড়কে এই নামে ডাকা হয় ). যদিও এই ঝড়ের কারণে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসে এবং গরমের তীব্র দাবদাহের হাত থেকে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিলো। 

মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের image 6
Screenshot of News18 Hindi’s YouTube video

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের নামে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তা আসলে ২৩শে মে উত্তরপ্রদেশের কানপুরের ঝড়ের ভিডিও। 

Result: False context / False

Our sources

Live Hindustan’s report was published on 23rd May 2022
News18 Hindi YouTuve video


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular