শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: বিজেপি নেতাদের মারপিটের ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, বরং লুধিয়ানার

Fact Check: বিজেপি নেতাদের মারপিটের ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, বরং লুধিয়ানার

Claim: ভিডিয়োতে দেখা যাচ্ছে মারপিটে জড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা।

Fact: বিজেপি নেতাদের মারপিটের ভিডিয়োটি সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও যোগ নেই। ভিডিয়োটি পাঞ্জাবের লুধিয়ানার।

আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিত দলগুলো। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। যেখানে বিজেপির একটি সভায় দলীয় নেতা-কর্মীদের মারপিট করতে দেখা যাচ্ছে। সেই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করে একজন লিখেছেন, “বাংলায় বিজেপির ভক্তদের খেলা শুরু হয়ে গেছে, এবার ১৮ তো দূরের কথা ৫টা সিট পেয়ে দেখা।”  (পোস্টের বানান অপরিবর্তিত) (আর্কাইভ লিঙ্ক)  

বিজেপি নেতাদের মারপিটে Image 1

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে, Daily Post Punjabi-র অফিসিয়াল ফেসবুক পেজে একই ভিডিয়ো দেখতে পাওয়া যায়। ১৪ এপ্রিল আপলোড হওয়া ওই ভিডিয়ো থেকে জানা যায়, পাঞ্জাবের লুধিয়ানায় বিজেপি নেতা হারজিৎ সিং গাড়েওয়ালের একটি কর্মী সভায় এই মারপিটের ঘটনা ঘটেছিল।

Indian ExpressTimes of India-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, লুধিয়ানার ফাতেগড় সাহেব লোকসভা কেন্দ্রের অন্তর্গত পায়েল শহরে একটি কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সহ-সভাপতি হরজিৎ সিং গাড়েওয়াল। সেখানেই স্থানীয় নেতাদের মধ্যে কে আগে বক্তা করবে সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর সেই কথা কাটাকাটিই মারপিটের রূপ নেয়।   

বিজেপি নেতাদের মারপিটে Image 2

News18 Punjab/Haryana/Himachal-র অফিসিযাল ইউটিউব চ্য়ানেলেও একই ভিডিয়ো, একই তথ্য-সহ দেখতে পাওয়া যায়। 

Conclusion

সুতরাং এখন এটা বলাই যায় যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও যোগ নেই। ভিডিয়োটি পাঞ্জাবের লুধিয়ানার।

Resule: Missing Context

Most Popular