Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ভারত-পাক সংঘর্ষের (India-Pakistan Conflict) সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়িয়েছে ভুয়ো ছবি ও ভিডিয়ো। যার শিকার হয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিংবা পাক প্রধানমন্ত্রী বা সেনা জেনারেল। এছাড়া, এবারের Weekly Wrap-তে অন্যান্য ভুয়ো খবরগুলোর সত্যতা জানুন।
পাক হানায় ভারতীয় সেনা ঘাঁটির ধ্বংসাবশেষের দাবিতে ছড়ালো হলিউডি সিনেমার সেটের দৃশ্য
পাক হানায় ভারতীয় সেনা ঘাঁটির ধ্বংসাবশেষের দাবি করে ভাইরাল ভিডিয়োটি, আসলে একটি হলিউডি সিনেমার সেটের দৃশ্য।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
সাম্প্রতিক ভারত-পাক সংঘর্ষ নিয়ে মোদির রসিকতায় ব্যস্ত কল্যাণ? না, ভাইরাল পোস্টটি বিভ্রান্তিকর
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রসিকতা করার ভিডিয়োটি পুরনো। সেটির সঙ্গে ভারত-পাক সাম্প্রতিক সংঘর্ষের (India-Pakistan Conflict) কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
হঠাৎ সংঘর্ষবিরতি শুরু হওয়ায় মোদির সমালোচনা করলেন শাহ? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং দাবিটি ভুল।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
সংঘর্ষের আবহে পাকিস্তান-বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন অমিত শাহ! সত্যি কি এমনটা হয়েছে? জানুন
অমিত শাহের ক্ষমাপ্রার্থনার ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি বা ডিপফেক।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
‘মুসলমান কিন্তু সন্ত্রাসবাদী নই, জঙ্গিদের কোনও ধর্ম হয় না’, নেটমাধ্যমে ছড়ালো কর্নেল সোফিয়া কুরেশির ডিপফেক ভিডিয়ো
কর্নেল সোফিয়া কুরেশির (Col Sofia Qureshi) নিজের ধর্ম নিয়ে বলার ভিডিয়োটি একটি ডিপফেক।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
ভারতের বিরুদ্ধে সংঘর্ষে পরাজয় মানলেন পাক প্রধানমন্ত্রী? না, ভাইরাল ভিডিয়োটি ডিপফেক
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Pakistan PM Shehbaz Sharif) পরাজয় স্বীকার করার ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বা ডিপফেক ভিডিয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
লেফটেন্য়ান্ট কিরণ শেখাওয়াত চলমান ভারত-পাক সংঘর্ষের শহিদ নন, আসল সত্যিটা জানুন
ভাইরাল পোস্টটি পুরোপুরি সত্যি নয়। চলমান ভারত-পাকিস্তান সংঘর্ষে (India-Pakistan Conflict) লেফটেন্যান্ট কিরণ শেখাওয়াতের (Lt Kiran Shekhawat) শহিদ হওয়ার তথ্যটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
Tanujit Das
May 31, 2025
Tanujit Das
May 26, 2025
Tanujit Das
May 16, 2025