Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
ইতালির প্ৰধানমন্ত্ৰী জৰ্জিয়া মেলোনির ঘোষণা ‘ইউরোপে ইসলামের কোনও স্থান নেই’
Fact
ভাইরাল ভিডিয়োটি ইতালির রোমে অনুষ্ঠিত রাজনৈতিক বৈঠকে প্রদান করা বক্তব্যের নয়। ভাইরাল ভিডিয়োটি ইতালির রোমে অনুষ্ঠিত রাজনৈতিক বৈঠকে প্রদান করা বক্তব্যের নয়। ভিডিয়োটি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর পাশাপাশি অসমেরও বেশ কিছু প্রথম সারির সংবাদ প্রতিষ্ঠান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করেছে যে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্প্রতি উল্লেখ করেছেন, “I believe… there is a problem of compatibility between Islamic culture and the values and rights of our civilization… Will not allow Sharia law to be implemented in Italy…. values of our civilization are different!” (“আমি বিশ্বাস করি…ইসলামিয় সংস্কৃতি ও আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে সামঞ্জস্যের সমস্যা রয়েছে… ইতালিতে শরিয়ত আইন কার্যকর করার অনুমতি দেওয়া হবে না। আমাদের সভ্যতার মূল্যবোধগুলি ভিন্ন!”)
সংবাদ প্ৰতিষ্ঠানগুলি উল্লেখ করেছে যে মেলোনি রোমে অনুষ্ঠিত এক রাজনৈতিক বৈঠকে সম্প্রতি উল্লেখ করেছেন, ইউরোপে ইসলামের কোনও স্থান নেই। তেমনই একটি প্রতিবেদন এখানে ক্লিক করে দেখতে পারবেন।
এ ছাড়াও আরও কিছু সংবাদ প্রতিষ্ঠানও এই খবর একই দাবি-সহ পরিবেশন করেছে। তার কয়েকটি এখানে, এখানে, এখানে এবং এখানে ক্লিক করে দেখতে পারবেন।
নিউজচেকার প্রথমেই ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে “Giorgia Meloni Islamic culture” লিখে গুগল কি-ওয়ার্ড সার্চ করে। সেখানে আমরা NDTV, Times of India, Hindustan Times, ও India Today -সহ একাধিক সংবাদ প্রতিবেদন দেখতে পাই। সেই প্ৰতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে যে ইতালির প্ৰধানমন্ত্ৰী জৰ্জিয়া মেলোনির একটি পাঁচ বছর পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলছেন, ইসলামিয় সংস্কৃতি ও ইউরোপিয় সভ্যতার মধ্যে মূল্যবোধ ও অধিকারের ক্ষেত্রে “সামঞ্জস্যের সমস্যা” রয়েছে।
এনডিটিভির একটি প্ৰতিবেদন অনুসারে, ‘এই ভিডিয়োটি মেলোনি ইতালির প্ৰধানমন্ত্ৰী হওয়ার আগের, অর্থাৎ ২০১৮ সালের। পুরনো ভিডিয়োটিতে মেলোনিকে ইতালিয় ভাষায় কথা বলতে শোনা যাচ্ছিল। শনিবারে রোমে তাঁর দক্ষিণপন্থী, অতি রক্ষণশীল ব্রাদার্স ও ইতালি দলে আয়োজন করা অনু্ষ্ঠানের একদিন পরে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এই অনুষ্ঠানে ব্ৰিটেনের প্ৰধানমন্ত্ৰী ঋষি সুনকও অংশগ্ৰহণ করেছিলেন।’
এরপর নিউজ়চেকার ভিডিয়োটির একাধিক কি-ফ্রেম বের করে রিভার্স ইমেজ সার্চ করে। যার ফলে আমরা ইতালির সংবাদমাধ্যম alanews -এর এই Youtube ভিডিয়োটি দেখতে পাই। ৯ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে আপলোড করা এই ভিডিয়োটির শিরোনাম ছিল, “Meloni: “Salvini is right, Islam is incompatible with our culture” (“মেলোনি: “সালভিনি ঠিকই বলেছেন। ইসলাম আমাদের সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়”)। আমরা জানতে পারি যে, মেলোনি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইতালির অভিবাসনবিরোধী নর্দান লিগের নেতা মেটিয়ো সালভিনির বক্তব্য প্রসঙ্গে ওই কথা বলেছেন। ওই নেতার বক্তব্য এখানে ও এখানে ক্লিক করে দেখতে পারবেন। ২০১৮ সালের একই ধরণের অন্য একটি প্রতিবেদন এখানে ক্লিক করে দেখতে পারেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ‘ইউরোপে ইসলামের কোনও স্থান নেই’ বলে করা পুরনো বক্তব্য ভাইরাল হয়েছে।
Our Sources:
NDTV report, December 19, 2023
Youtube video, alanews, February 9, 2018
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।